TRENDING:

Viral News: এ তো অবিকল শাহরুখ...! সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এই ‘ছোট শাহরুখ’, চেনেন তাকে? দেখলে চমকে যাবেন

Last Updated:

Viral News: ২১ জুলাই কলকাতায় মুখ্যমন্ত্রীর সভা থেকে ভাইরাল, রাতারাতি দিনমজুর থেকে সোশ্যাল মিডিয়া তারকা! ইলামবাজারের ‘ছোট শাহরুখ’ শেখ ফাইজুল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইলামবাজার, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের ইলামবাজারের সাহাপুর গ্রামের বাসিন্দা শেখ ফাইজুলের জীবন এখন সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা যাঁকে এখন স্নেহভরে ডাকেন ‘ছোট শাহরুখ খান’ বলে, সেই ফাইজুল আজ সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল তারকা।
advertisement

২১ জুলাইয়ের পর থেকেই একেবারে পাল্টে গেছে ফাইজুলের জীবন। আগে সাধারণ দিনমজুরির কাজ করে সংসার চালালেও এখন তাঁর পরিচয় অন্যরকম। কলকাতায় গিয়ে হঠাৎ ভাইরাল হওয়ার পর ফাইজুল হয়ে গেছেন গ্রামের ‘শাহরুখ’। এখন সাহাপুর গ্রামের মানুষজনকে ‘শাহরুখ দা’ বাড়ির খোঁজ চাইলেই সরাসরি পৌঁছে দেন ফাইজুলের বাড়িতে।

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! মঙ্গলের দুরন্ত চালে ৪ রাশি ‘রাজা’, লাগবে জ্যাকপট, উপচে পড়বে ধন-সম্পত্তি, টাকা গুণে শেষ হবে না

advertisement

ভাইরাল হওয়ার পর ফাইজুল সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট খুলেছেন। সেখানে তিনি নিয়মিত শাহরুখ খানের মত করে রিলস বানিয়ে পোস্ট করছেন। সেই রিলসগুলো এতটাই জনপ্রিয় হয়েছে যে এখন তাঁর অ্যাকাউন্টে ডলার আসছে! গ্রামবাংলার ফাইজুল এখন বৈদেশিক আয়ও করছেন, যা তাঁকে গ্রাম ও জেলার বাইরেও পরিচিত করে তুলেছে।

View More

আরও পড়ুন-সেপ্টেম্বরেই লাগবে ‘লটারি’…! পুজোর আগেই ‘মালামাল’ ৩ রাশি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলে যাবে ভাগ্যের দরজা

advertisement

ফাইজুলের পরিবারে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং আরও কয়েকজন নিয়ে মোট ছয়জনের সংসার। ভাইরাল হওয়ার পর শুধু পরিচিতিই নয়, ভালবাসাও বেড়েছে অনেক গুণ। তাঁর নিজের কথায় ‘আমি এখন ইলামবাজার, বোলপুর বা সিউড়ি গেলেই মানুষ ঝাঁক ঝাঁক করে আসছে। সবাই বলছে, শাহরুখ দা এসেছে! এই ভালবাসা সত্যিই অবিশ্বাস্য।’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শৈশবটা অবশ্য ফাইজুলের ছিল সংগ্রামের। দুই বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন, দাদুর হাতেই বেড়ে ওঠা ফাইজুলের। চরম আর্থিক সঙ্কটের মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত। শেখ রিয়াজ, ফাইজুলের প্রতিবেশী, জানালেন, ‘খুবই ভাল লাগছে। দীর্ঘদিনের চেষ্টার পর ভাইরাল হয়েছে। কলকাতায় গিয়ে টিভিতে দেখা যাওয়ার পর এখন ফাইজুলকে সবাই ছোট শাহরুখ বলে চেনে। আমরা সবাই গর্বিত।’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: এ তো অবিকল শাহরুখ...! সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এই ‘ছোট শাহরুখ’, চেনেন তাকে? দেখলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল