প্রতি বছর রাখির দিন বাড়িতে থাকতেন রাজেশ ওরাং এবং বোনেদের কাছ থেকে রাখি পরতেন নিয়ম করে। বেলঘড়িয়া গ্রাম ঢুকতেই রয়েছে রাজেশের মূর্তি। শহিদ দাদার মূর্তিতে রাখি দিয়ে ভারতের সমস্ত সেনাদের নিরাপত্তার উদ্দেশ্যে তাদের বাড়িতে রাখি বন্ধন উৎসব পালন করলেন বীর শহিদ রাজেশ ওরাং-এর বোন শকুন্তলা ওরাং ও রাজেশ্বরী ওরাং। সালটা তখন ২০২০ , ওই সালের জুন মাসে রাজেশ ওরাং এর পরিবারে পাশাপাশি গোটা গ্রামে নেমে আসে দারুণ শোকের ছায়া। ভারত চিন সীমান্তে কর্মরত রাজেশ, চিনা সেনাদের নৃশংস আক্রমণে প্রাণ হারান৷ তাঁর পরিবার হারায় তাঁদের বীর পুত্রকে। বোন হারান তাঁর স্নেহের দাদাকে। দাদাকে হারানোর পর থেকে তাঁকে স্মরণ করেই কাটাতে হচ্ছে রাখি উৎসব।
advertisement
আরও পড়ুন Birbhum: বীরভূম জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি ঘোষণা, দেখে নিন কে কে এলেন কমিটিতে
তাঁর বোন শকুন্তলা ওরাং দাদার মূর্তিতে রাখি বেঁধে সকলকে জানান, "প্রত্যেক বছর রাখিতে দাদা বাড়ি আসতো। আমি দাদার মঙ্গল কামনা করে হাতে রাখি পরিয়ে দিতাম। তবে এই বছর দাদা নেই। সেটা মানতে অসুবিধা হলেও মানতে হচ্ছে আমাদের। তাই দাদার মূর্তিতে রাখি দিয়েই স্মরণ করলাম দাদাকে। " তিনি আরও বলেন, " দাদার মূর্তিতে রাখি বেঁধে আমি দাদার সাথে সাথে সমস্ত সৈনিকদের নিরাপত্তা কামনা করলাম। আমি চাই না আমার দাদার মতো বাকিদের প্রাণ হারাতে হোক। তাদের নিরাপত্তা ব্যবস্থা যাতে আরও জোরদার হয় সেই কামনা আজ আমি করলাম।"