TRENDING:

বীরভূমের 'এই' রাস্তায় যান চলাচল বন্ধ! বড়সড় দুর্ঘটনার আশঙ্কা, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ

Last Updated:

Birbhum News: বর্তমানে নদীর স্রোত এতটাই প্রবল যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, স্থানীয় সূত্রে এমনটাই খবর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াইঃ বীরভূম ও ঝাড়খণ্ডে গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে জেলার বিভিন্ন নদী-নালা, খাল-বিল এবং নিম্নাঞ্চলীয় এলাকায় বন্যাসদৃশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর মধ্যে দুবরাজপুর-খয়রাশোল রাস্তায় অবস্থিত চন্ডীপুর ও কুখুটিয়া গ্রামের মাঝের শাল নদীর সেতুতে সবচেয়ে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে।
advertisement

টানা বর্ষণের জেরে শাল নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার অনেক উপরে পৌঁছেছে। সোমবার সকাল থেকে নদীর স্রোত এতটাই তীব্র, সেতুর উপর দিয়েই জল প্রবাহিত হতে শুরু করেছে। ফলে এলাকায় চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ ইলেকট্রিক শক লেগে হাতির মৃত্যু, রাতের অন্ধকারে যা হয়েছিল…! মর্মান্তিক ঘটনা আলিপুরদুয়ারে

advertisement

সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে দুবরাজপুর থানার পুলিশ। বিপজ্জনক পরিস্থিতি বিবেচনা করে পুলিশের পক্ষ থেকে দুবরাজপুর-খয়রাশোল যাওয়ার এই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট-বড় সব ধরণের গাড়িকেই বিকল্প রাস্তা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

View More

স্থানীয় সূত্রে খবর, ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী উঁচু এলাকা থেকে প্রচুর পরিমাণে অতিরিক্ত জল ঢুকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বর্তমানে নদীর স্রোত এতটাই প্রবল যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

advertisement

আরও পড়ুনঃ লাথি, চর, ঘুষি…! মাছ চুরির অপবাদে বেলঘরিয়ায় যুবককে মারধর, কাঠগড়ায় ‘প্রভাবশালী’

দুবরাজপুর থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কুখুটিয়া ও চন্ডীপুর গ্রামবাসীদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। নদীর ধারে বা সেতুর আশেপাশে অযথা ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

স্থানীয় বাসিন্দা মিলন ভাড়ারী বলেন, ‘বীরভূম ও ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টিপাতের ফলে শাল নদীর সেতুর উপর দিয়ে জল বইছে। ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রচুর অসুবিধার মধ্যে পড়েছেন। হঠাৎ করে জল উঠে যাওয়ায় অনেককেই ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে’। এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে এবং আবহাওয়ার ওপর নজর রাখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বীরভূমের 'এই' রাস্তায় যান চলাচল বন্ধ! বড়সড় দুর্ঘটনার আশঙ্কা, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল