একটি রাজনৈতিক দলের কর্মীদের অভিযোগ, একটি ছাগল নাকি বেগুন গাছের চারা খেয়ে নিয়েছিল। তা নিয়েই বিবাদ বাঁধে দু’পক্ষের। ওই রাজনৈতিক দলের কর্মীদের অভিযোগ, অপর রাজনৈতিক দলের এক ব্যক্তির বেগুন গাছের চারা খেয়ে নেয় অবলা ছাগলটি। সেই অপরাধে ওই পক্ষের লোকজনরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
advertisement
আরও পড়ুন: ফের কলকাতা শহরে ইডির বড় রেইড, ফ্ল্যাট-কারখানা সহ নানান জায়গায় হানা! তোলপাড়
তারই প্রতিবাদ করতে যাওয়ায় দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়৷ চলে হাতাহাতি। এরপরেই দু’পক্ষের লোকজন এসে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু কিছু সময় পরেই লাঠি দিয়ে চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় একজন মহিলাকে প্রথমে সাঁইথিয়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: পাহাড়ে হোম স্টে খুলতে চান? কীভাবে করবেন এই ব্যবসা? সব জেনে যাবেন ‘এইখানে’
পরে তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। এই নিয়ে হৃদয় হাজারা বলেন, “আমরা প্রথমে অশান্তি খবর পেয়ে ওখানে যায়। তখন জানতে পারি যে ছাগলের বেগুনের চারা খেয়ে নিয়েছে বলে অশান্তি। আমরা বারণ করি অশান্তি করার জন্য। যাঁদের চারা খেয়েছে তাঁরা কিছুক্ষণ পর লাঠি নিয়ে এসে মারধর করে। আমাদের দু’জন আহত হয়েছে।”
—– Subhadip Pal