TRENDING:

Birbhum News: সাতদিন ধরে নিখোঁজ, বালিঘাট থেকে উদ্ধার সেই মহিলার অর্ধেক দেহ! খোঁজ নেই নিম্নাংশের

Last Updated:

Birbhum News: বীরভূমের লাভপুরে ময়ূরাক্ষী নদীর লাঘোসা বালিঘাট থেকে এক মহিলার দেহাংশ উদ্ধার। উদ্ধার করা হয়েছে দেহের অর্ধেক অংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লাভপুর, বীরভূম, ইন্দ্রজিৎ রুজ: বীরভূমের লাভপুরে ময়ূরাক্ষী নদীর লাঘোসা বালিঘাট থেকে এক মহিলার দেহাংশ উদ্ধার। উদ্ধার করা হয়েছে দেহের অর্ধেক অংশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম ওলিমা বিবি। (বয়স প্রায় ২৫)। বাড়ি সাঁইথিয়া থানার মহিষাদল গ্রামে। প্রায় দশ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল লাভপুরের মীরবাধ গ্রামের বাসিন্দা শেখ ডালিমের সঙ্গে।
লাভপুর থানা
লাভপুর থানা
advertisement

দম্পতির ছয় বছরের এক কন্যা সন্তানও রয়েছে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই ওলিমার উপর শারীরিক নির্যাতন চলত। দু’বার বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টাও করা হয়েছিল বলে তাঁদের দাবি। যদিও কিছুদিন ধরে পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু সাতদিন আগে আচমকাই নিখোঁজ হয়ে যান ওলিমা। তাঁর শ্বশুরবাড়ির পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয় লাভপুর থানায়।

advertisement

আরও পড়ুন: মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করতেই মাসতুতো ভাইদের এলোপাথাড়ি কোপ! আক্রান্ত একই পরিবারের তিনজন

বুধবার দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ বালিঘাট থেকে মহিলার কোমরের উপরের অংশ উদ্ধার করে পুলিশ। কোমর থেকে নিচের সম্পূর্ণ অংশ পাওয়া যায়নি। পাশাপাশি উদ্ধার হওয়া অংশে স্পষ্ট ক্ষতের চিহ্ন রয়েছে বলেও খবর। পরিবারের অভিযোগ, ওলিমাকে খুন করে দেহ বালিঘাটে ফেলে দেওয়া হয়েছে। এদিকে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে মৃতার পরিবার।

advertisement

আরও পড়ুন: এত মেশিন, এত উন্নতি! তবুও ভরসা সেই পুরনো রীতিতেই! ভাল ফলনের আশায় মাঠে লক্ষ্মীপুজো করেন কৃষকরা 

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ১০০ টাকা খরচে লাভ ৬০০! হাতে আঁকা শাড়ির জাদু, গ্রামে খুলে গেল রোজগারের নতুন দরজা
আরও দেখুন

তাঁদের দাবি, দেহ উদ্ধার হলেও পরিবারকে সঠিকভাবে জানানো হয়নি মৃতদেহ কোথায় রয়েছে। যদিও সূত্রে জানা গেছে, দেহটি রামপুরহাট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার খবর পাওয়া মাত্রই লাভপুর থানার সামনে ভিড় জমান ওলিমার বাপের বাড়ির লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: সাতদিন ধরে নিখোঁজ, বালিঘাট থেকে উদ্ধার সেই মহিলার অর্ধেক দেহ! খোঁজ নেই নিম্নাংশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল