এখন প্রশ্ন হল তিলপাড়া ব্যারেজ এড়িয়ে যাতায়াতের উপায় কী? তিলপাড়া ব্যারেজ মূলত ১৪ নম্বর জাতীয় সড়কের অংশ, যা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম সেতুবন্ধন। ফলে এই ব্যারেজ বন্ধ থাকলে প্রভাব পড়ছে রাজ্যের একাধিক জেলায়। যাতায়াতে যাতে বড়সড় ব্যাঘাত না ঘটে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিছু বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে।
advertisement
ভারী যানবাহনের জন্য সাঁইথিয়া হয়ে ঘুরপথে চলাচল করতে পারেন। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী ট্রাক বা বড় গাড়ি সাঁইথিয়া রুট ধরে গন্তব্যে পৌঁছতে পারবে। এছাড়াও বিকল্প হিসেবে ঝাড়খণ্ডের রাণীশ্বর হয়ে উত্তর বা দক্ষিণবঙ্গমুখী ভারী গাড়ির যাতায়াত সম্ভব। যদিও কিছুটা অতিরিক্ত সময় লাগবে, কিন্তু এটিই আপাতত সবচেয়ে নিরাপদ পথ।
যাত্রীবাহী বাসের ক্ষেত্রে বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে ব্যারেজের এক পাশে। ফাঁকা বাস পার করে অন্য প্রান্তে যাত্রী তোলা হচ্ছে। প্রশাসনের অনুমতিতেই এই ব্যবস্থা চালু রয়েছে, যদিও এতে ঝুঁকি থেকেই যাচ্ছে।
বর্তমানে ব্যক্তিগত ছোট গাড়ি, মোটরবাইক এবং অটো-রিকশা চলাচলের অনুমতি রয়েছে। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভবিষ্যতে এই অনুমতিও রদ করা হতে পারে।
স্কুল-কলেজের পড়ুয়া থেকে অফিসযাত্রী কিংবা রোগী পরিবহণ, সব ক্ষেত্রেই এই সেতু গুরুত্বপূর্ণ। ফাটলের জেরে যাতায়াতে অনিশ্চয়তা দেখা দেওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
Sudipto Gorai