এই বছরই সিউড়ি- ২ নম্বর ব্লক থেকে বেশ কিছুটা এলাকা যুক্ত হয়েছে সিউড়ির ১৮ নম্বর ওয়ার্ডের সঙ্গে। ২২৭ থেকে ২২৯ তিনটি মৌজার সঙ্গে হাটজনবাজার কলোনি নিয়ে নতুন করে পুরসভার এই ১৮ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে এলাকার মানুষজন অনেকেই জানেন না পুরসভার অন্তর্ভুক্ত হলে তারা কী কী সুবিধা পেতে পারেন। তৃণমূল সূত্রের দাবি, বিগত কয়েক মাসে এলাকার বাসিন্দাদের পুর পরিষেবা নিয়ে বুঝিয়ে দিতে বিশেষ উদ্যোগী হয়েছেন পিঙ্কি দাস ও তাঁর স্বামী তৃণমূল যুব নেতা পবিত্র দাস।
advertisement
এবার এলাকায় পরিষেবা পৌঁছে দিতে পিঙ্কি দাস চালু করলেন হোয়াটসঅ্যাপ নম্বর। এছাড়াও, জানানো হয়েছে, হোয়াটস অ্যাপ নম্বরে তো বটেই একইসঙ্গে ১৮ নম্বর ওয়ার্ডে হাটজনবাজার ও কলোনি দু’টি তৃণমূলের পার্টি অফিসে গিয়েও নিজেদের অভাব-অভিযোগ জানিয়ে আসতে পারবেন এলাকাবাসী।
১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, এই ওয়ার্ডে সাত হাজার ভোটার, এগারো হাজার বাসিন্দা। এখনও পর্যন্ত কাউন্সিলরের অফিস এলাকার ৫ হাজার ০১৬ জনের ফোন নম্বর সংগ্রহ করা হয়েছে। তৈরি হয়েছে এলাকায় ২০ জনের ‘পিঙ্কি দল’। যাঁরা এলাকার মহিলা বাহিনী, তাঁদের কাজ অভিযোগের ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে এলাকায় গিয়ে অভিযোগ খতিয়ে দেখে কাউন্সিলর পিঙ্কি দাসকে সেই রিপোর্ট জানানো।
তাছাড়াও, মাসে একবার সেই মহিলার দায়িত্বে থাকা এলাকার ফোন নম্বরে ফোন করে তাঁর ওয়ার্ড এলাকার পরিষেবার মান যাচাই করবেন তিনি। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি দাস বলেন, “এই নম্বরে কাউন্সিলরকে ‘হাতের মুঠোয়’ ঘরে বসে পেয়ে যাবেন। নিকাশি নালা অপরিষ্কার, নিয়মিত পানীয় জল আসছে না, চাপা কল খারাপ৷ ছবি পাঠিয়ে দিন, নয় ফোনে বলুন। আমি চেষ্টা করছি ৪৮ ঘণ্টার মধ্যে মানুষকে পরিষেবা দেওয়ার।’’
পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছেন, “এটাই হল নব জোয়ার। সকলেই মানুষের পাশে থেকে এলাকায় কাজ করতে চাইছে। মুখ্যমন্ত্রীর প্রকলকের সুবিধা সকলের বাড়িতে পৌঁছে দিতে আমরা বন্ধ পরিকর। “