বর্তমানে মোবাইল গেমেই আসক্ত খুদেরা। মাটি তো দূরের কথা বাইরে বেরিয়ে খেলতেই ভুলে যাচ্ছে বাচ্চারা। তাই শিশু কিশোর অ্যাকাডেমি, জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগ 'মাটি নিয়ে খেলা' কর্মসূচি। দু'দিন ধরে চলল এই অনুষ্ঠান। জেলা শাসক বিধান রায়ের হাত ধরেই এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল রবিবার। মোট ৪৫ জন শিশু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
advertisement
আরও পড়ুন: নজিরবিহীন! পরীক্ষার খাতা রিভিউ করতেই মেধা তালিকায় স্থান উচ্চ মাধ্যমিকের ছাত্রের
জেলা শাসক বিধান রায় বলেন, "আমরা অভিভাবকরা সব সময় চাই বাচ্চারা আনন্দে থাকুক। সেই আনন্দের মধ্যে সংযোজন হচ্ছে দেশের মাটি। বর্তমানে শিশুদের টিভি বা মোবাইল ফোনের প্রতি বেশি ঝোঁক তাই যেখানে মাটি থেকেই সব কিছুর সৃষ্টি সেখানে শিশুদের মাটির সঙ্গে যদি একটু পরিচয় ঘটাতে পারি তাই এই উদ্যোগ 'মাটি নিয়ে খেলা '। বীরভূম লাল মাটির দেশ এবং মাটিকে খুব সহজেই যে কোনো আকৃতি দেওয়া যায় তাই এই কর্মসূচির মাধ্যেমে শিশুদের সঙ্গেও মাটির আলাপ হবে। তাই অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন।"
আরও পড়ুন: পুজোর আগে চরম সংকট মাটির, বড় দুর্গা প্রতিমার এবার কী হবে!
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু উদয় দাস বলে , "সবাই মোবাইলে গেম খেলতে ব্যস্ত, কিন্তু আমাদের তো মাটি নিয়ে খেলতেই খুব ভাল লাগে। সবাই অনেক রকমের জিনিস তৈরি করেছি মাটি দিয়ে। সামনেই দুর্গা পুজো, তাই আমি মা দুর্গা বানিয়েছি। " অভিভাবক সিমলি ঘোষ বলেন, " সারাদিন ফোন নিয়ে ঘরে বাচ্চারা থাকে। বাচ্চাদের মধ্যে বাইরে খেলার প্রবণতাটাই যেন হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। তাই মাটি নিয়ে খেলার কর্মসূচিতে বাচ্চাদের মাটি নিয়ে খেলতে দেখতে বেশ ভালই লাগছে।"