TRENDING:

Poush Mela 2025: হারিয়েছে নবাব-বেগমরা, পৌষমেলা এলেই মন কাঁদে ভুবনডাঙার শিল্পীদের! রঙিন সব দিন আজ শুধুই স্মৃতি

Last Updated:

Poush Mela 2025: আজ থেকে কয়েক বছর পিছিয়ে গেলে সেই সময় পৌষমেলার যাত্রাপালা ছিল বিশেষ আকর্ষণ। তবে বর্তমানে কালের নিয়মে কদর কমেছে সেই যাত্রার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: মন খারাপ এর সঙ্গে আক্ষেপ তাদের। কারণ আজ থেকে কয়েক বছর পিছিয়ে গেলে সেই সময় পৌষমেলার যাত্রাপালা ছিল বিশেষ আকর্ষণ। তবে বর্তমানে কালের নিয়মে কদর কমেছে সেই যাত্রার। তেমনই যাত্রাপালার চরিত্রের নবাব, বেগমরাও আর নেই বললেই চলে। আর সেই কারণেই বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা এলেই মন খারাপ হয়ে যায় তাঁদের। তাঁরা সকলেই অভিনয় করতেন যাত্রায়। সাতের দশকে গ্রাম বাংলায় সেইভাবে টেলিভিশনের চল ছিল না। গোটা গ্রামের মধ্যে হয়ত একটি বাড়িতে থাকতো টেলিভিশন। সেই সময় বিনোদন বলতে মানুষ জানতেন যাত্রাপালা।
পৌষ মেলা
পৌষ মেলা
advertisement

যাত্রায় ফুটে উঠত বেহুলা লখিন্দর, মহাভারত, রামায়ণ থেকে বেদের মেয়ে জ্যোৎঙ্গা, নটী বিনোদিনীর মত একাধিক বাস্তব এবং কাল্পনিক কাহিনি। তবে বাঙালির এককালের বিনোদন এর সেই যাত্রা আজ বিলুপ্তির পথে। এক সময় রমরমিয়ে চলা যাত্রাদলের অন্যতম শিল্পীরা বোলপুরের ভুবনডাঙা এলাকার বাসিন্দা। তাঁরা বেশির ভাগই সেই সময় বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীতে স্থায়ী, অস্থায়ী কর্মী হিসেবে কাজও করতেন। তাঁদের নিজস্ব যাত্রার দলের নাম ছিল ‘মা মনসা অপেরা’। যাত্রা দলে সেই সময় ছিলেন ৪০-৫০ জন শিল্পী।

advertisement

আরও পড়ুন: পৌষমেলার রেকর্ড ভিড়ে শিশু হারালেও চিন্তা নেই, রয়েছে প্রশাসনের বিশেষ ব্যবস্থা! জানুন কোথায় যোগাযোগ করবেন

নিজের কাজের ফাঁকে তাঁরা অবসরে বিনোদন চর্চায় মগ্ন থাকতেন। জেলা থেকে শুরু করে জেলার বাইরে বিভিন্ন জায়গায় যেতেন যাত্রা অনুষ্ঠান করতে। প্রতি বছর শান্তিনিকেতনের পৌষমেলাতেও তাঁদের দলের যাত্রা অনুষ্ঠিত হত। এক সঙ্গে বহু মানুষ ভিড় করে দেখতেন তাদের যাত্রা। প্রসঙ্গত, এই মেলার সূচনা লগ্ন থেকে যাত্রাপালা ও আতশবাজি প্রদর্শন এর চল ছিল। যদিও বিভিন্ন কারণবশত আতশবাজি প্রদর্শন কয়েক বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। তবে যাত্রাপালা এখনও চলে আসছে। আজও সেই যাত্রায় দল রয়ে গিয়েছে। কিন্তু নেই সেই পুরনো শিল্পীরা। কেউ অসুস্থ, কেউ বা প্রয়াত হয়েছেন। আবার কেও অন্য পেশার সঙ্গে নিজেকে নিযুক্ত করেছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গরুমারায় জঙ্গল সাফারিতে বিরল দৃশ্য! সামনে হেঁটে গেল লেপার্ড, স্তব্ধ পর্যটকরা, দেখুন
আরও দেখুন

হাতেগোনা কয়েকজন শিল্পী রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বোলপুরের ভুবনডাঙার বাসিন্দা অশোককুমার মাঝি ও শম্ভুনাথ সিংহ। তাঁদের কাছ থেকে জানা যায় দু’জনেই বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত কর্মী। তাঁদের যাত্রা দলে যাত্রাশিল্পীরা না থাকায় আজও পৌষমেলায় এলে তাঁদের মন কাঁদতে শুরু করে। একইসঙ্গে এই শিল্প আদতে আগামী প্রজন্মের কাছে টিকে থাকবে কিনা, সেই বিষয়টি নিয়েও তাঁরা উদ্বিগ্ন। অশোক বাবুর কথায়, ‘উনিশ বছর বয়স থেকে আমি যাত্রায় অভিনয় করছি। তবে কালের ক্রমে এখন সবই হারিয়ে গিয়েছে, বদলে গিয়েছে। যাত্রা দল থাকলেও শিল্পীরা নেই। আজও পৌষমেলার সময় যাত্রা না করতে পারার আক্ষেপ থেকে যায়।” সব মিলিয়ে মুখ ভার থাকে শিল্পীদের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poush Mela 2025: হারিয়েছে নবাব-বেগমরা, পৌষমেলা এলেই মন কাঁদে ভুবনডাঙার শিল্পীদের! রঙিন সব দিন আজ শুধুই স্মৃতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল