TRENDING:

Birbhum News: কলকাতায় উদ্ধার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের র*ক্তা*ক্ত দেহ! শোকস্তব্ধ দুবরাজপুর

Last Updated:

কলকাতার কসবা থানার অন্তর্গত একটি হোটেল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল আদর্শ লোসালকার (৩৩)-এর মৃতদেহ। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ার বাসিন্দা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সুদীপ্ত গড়াই: কলকাতার কসবা থানার অন্তর্গত একটি হোটেল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল আদর্শ লোসালকার (৩৩)-এর মৃতদেহ। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ার বাসিন্দা।
আদর্শ লোসালকা
আদর্শ লোসালকা
advertisement

আরও পড়ুন: ফের বিকাশ ভবন অভিযান নয়া চাকরিপ্রার্থীদের! অভিজ্ঞতার নম্বর বাতিল, শূন্যপদ বৃদ্ধির দাবি

সূত্রের খবর, কলকাতার PWC-তে চার-পাঁচ বছর ধরে কর্মরত ছিলেন তিনি। ঘটনাটি জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও সমগ্র এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, কলকাতায় একটি ফ্ল্যাট ভাড়া করে আরও দুই বন্ধুর সঙ্গে থাকতেন আদর্শ। শুক্রবার রাত দশটার সময় পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা হয় তার। সে সময় তিনি জানিয়েছিলেন, বাইকে করে নিউ আলিপুরের দিকে যাচ্ছেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে দাবি পরিবারের। শনিবার সন্ধ্যায় হঠাৎই কসবা থানার পক্ষ থেকে দুবরাজপুর থানায় ফোন যায়। তারপর দুবরাজপুর থানার পুলিশ খবর দেয় পরিবারকে একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে আদর্শ লোসালকার মৃতদেহ।

advertisement

আরও পড়ুন: চালকের হার্ট অ্যাটাকের জেরে দুর্ঘটনা! ডিভাইডার টপকে পর পর গাড়িতে ধাক্কা, মৃত ৪, আহত অনেকে

ঘটনার খবর শোনার পরই ভেঙে পড়েছেন আদর্শের বাবা বিমল কুমার লোসলকা। তাঁর কথায়, “আমি শুধু শুনেছি ওর মার্ডার হয়েছে। কখন, কোথায়, কীভাবে কিছুই জানি না। মাথা কাজ করছে না। কসবা থানায় নাকি বডি আছে, এতটুকুই খবর। কাল রাতে কথাও হয়েছিল ওর সঙ্গে। নিউ আলিপুরে যাচ্ছিল বলেছিল। তারপর আর কোন যোগাযোগ নেই।”

advertisement

শিক্ষায় মেধাবী আদর্শ দুবরাজপুরের শ্রীশ্রী সারদা বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করে পরে উচ্চশিক্ষার জন্য কলকাতায় যান। বর্তমানে PWC-তে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন তিনি। ঘটনায় শোকপ্রকাশ করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে। তিনি বলেন, “খবর পেয়ে স্তব্ধ হয়ে গেছি। আদর্শ আমাদের ভাইপোর মত। খুবই শান্ত, ধর্মপরায়ণ এবং শিক্ষিত ছেলে। কীভাবে এমন ঘটনা ঘটল বুঝে উঠতে পারছি না। পুলিশ অবশ্যই সত্য উদঘাটন করবে বলে বিশ্বাস।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক খণ্ড ইতিহাসে শশাঙ্ক থেকে নবাবী আমলের মুদ্রা প্রদর্শনী, উপচে পড়ল উৎসুক পড়ুয়াদের ভিড়!
আরও দেখুন

এদিকে কসবা থানার পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে কী ভাবে মৃত্যু হয়েছে বা ঘটনার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো কোন স্পষ্ট তথ্য দেয়নি। ইতিমধ্যেই মৃতের পরিবারের সদস্যরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: কলকাতায় উদ্ধার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের র*ক্তা*ক্ত দেহ! শোকস্তব্ধ দুবরাজপুর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল