TRENDING:

এক সপ্তাহ ধরে নিখোঁজ! বীরভূমের ছাত্রীর হদিশ মিলল বিহারে, কিশোরীকে ফেরাতে যা করল পুলিশ

Last Updated:

এক সপ্তাহ ধরে নিখোঁজ বীরভূমের সলুঞ্চি গ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্রী। পুলিশের তৎপরতায় বিহার থেকে উদ্ধার কিশোরী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াইঃ নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর অবশেষে উদ্ধার হল বীরভূমের সলুঞ্চি গ্রামের এক দ্বাদশ শ্রেণির ছাত্রী। সদাইপুর থানার পুলিশের তৎপরতায় বিহারের সিওয়ান জেলা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে।
নিখোঁজ ছাত্রী উদ্ধার
নিখোঁজ ছাত্রী উদ্ধার
advertisement

সূত্রের খবর, সলুঞ্চি গ্রামের এক বাসিন্দা সদাইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, গত ২৮ জুলাই, ২০২৫ তারিখ থেকে তাঁর কন্যা (বয়স প্রায় ১৮ বছর) নিখোঁজ। অভিযোগে অপহরণের আশঙ্কা প্রকাশ করেন তিনি। নিখোঁজ কিশোরী সদাইপুর থানার অন্তর্গত একটি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

আরও পড়ুনঃ দোকানে ঢুকলেই চোখ ধাঁধিয়ে যাবে! সিউড়ির রাখি বাজারে কী নেই বলুন তো?

advertisement

অভিযোগের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিং ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে সদাইপুর থানার তদন্তকারী অফিসার। কিশোরীর খোঁজে গঠন করা হয় একটি বিশেষ পুলিশ দলও। তদন্তে উঠে আসে, ছাত্রীটির অবস্থান বিহারের সিওয়ান জেলায়। এরপরেই সেখানে অভিযান চালায় পুলিশ। সফল অভিযানের মাধ্যমে অপহৃতাকে উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ। এদিন সিউড়ি আদালতের নির্দেশ অনুযায়ী উদ্ধার হওয়া ছাত্রীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবার এবং গ্রামবাসীরা। তদন্ত চালাচ্ছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে বলেও জানা গিয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক সপ্তাহ ধরে নিখোঁজ! বীরভূমের ছাত্রীর হদিশ মিলল বিহারে, কিশোরীকে ফেরাতে যা করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল