সূত্রের খবর, সলুঞ্চি গ্রামের এক বাসিন্দা সদাইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, গত ২৮ জুলাই, ২০২৫ তারিখ থেকে তাঁর কন্যা (বয়স প্রায় ১৮ বছর) নিখোঁজ। অভিযোগে অপহরণের আশঙ্কা প্রকাশ করেন তিনি। নিখোঁজ কিশোরী সদাইপুর থানার অন্তর্গত একটি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
আরও পড়ুনঃ দোকানে ঢুকলেই চোখ ধাঁধিয়ে যাবে! সিউড়ির রাখি বাজারে কী নেই বলুন তো?
advertisement
অভিযোগের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিং ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে সদাইপুর থানার তদন্তকারী অফিসার। কিশোরীর খোঁজে গঠন করা হয় একটি বিশেষ পুলিশ দলও। তদন্তে উঠে আসে, ছাত্রীটির অবস্থান বিহারের সিওয়ান জেলায়। এরপরেই সেখানে অভিযান চালায় পুলিশ। সফল অভিযানের মাধ্যমে অপহৃতাকে উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ। এদিন সিউড়ি আদালতের নির্দেশ অনুযায়ী উদ্ধার হওয়া ছাত্রীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবার এবং গ্রামবাসীরা। তদন্ত চালাচ্ছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে বলেও জানা গিয়েছে।