কিন্তু না, গল্পের মোড় ঘুরেছে। একেবারে নতুন বাইক কিনেছেন ভুবন বাদ্যকর। চকচকে সেই মোটরবাইকেই চেপে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ভুবন নতুন বাইকে বসেই গাইছেন নতুন গান “বীরভূমেরই ছেলে আমি, নামটি হয় ভুবন”। নেই “কাঁচা বাদাম”-এর চেনা সুর, আছে একেবারে অন্যরকম ছন্দ।
ভুবনের নতুন বাইকটিই যেন এবার গানের নায়ক। রোদ ঝলমলে দুপুরে গ্রামের রাস্তা ধরে বাইক ছুটিয়ে গাইছেন তিনি। ভিডিও প্রকাশের পর মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা লিখছেন, ” যাক বাদাম কাকু এবার নতুন বাইক কিনলেন, দেখে খুব ভাল লাগল।”
advertisement
আরও পড়ুন- স্কুল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড়ধাক্কা! কাঠগড়ায় পরিচালন কমিটির সভাপতি
আবারও প্রমাণ করলেন বাদাম কাকু, স্বপ্নের গতি থামানো যায় না। নতুন সুরের সাথে নতুন বাইকের ইঞ্জিনও যেন বাজিয়ে চলেছে তাঁর প্রত্যাবর্তনের জয়গান।