ভুবন বাদ্যকর জানালেন, ‘দেখলাম একটা তেলের টিন বাড়ির ওপরে বসানো ছিল। পায়রাগুলো আসতে শুরু করল। তখন ভাবলাম, হয়তো আমাদের বাড়িতে বাসা বাঁধবে। তাই বাঁশ টাঙিয়ে দিলাম, আরও কিছু টিন বাড়িয়ে দিলাম।’ প্রায় ছ’মাস ধরে এই পায়রাদের আগমন, বলছেন ভুবন। তিনি আরও যোগ করেন, ‘এই পায়রাগুলো সুখী। যেখানে সুখ পায়, সেখানে থাকে। আমি খাবার দিলে আমার কাছেই চলে আসে। আমি সামনেই বসে খেতে দিই।’
advertisement
আরও পড়ুন-ধেয়ে আসছে ভয়ঙ্কর ‘অশনি’…! আগামী কয়েকঘণ্টায় তোলপাড়, ঝড়-বৃষ্টিতে তছনছ হবে কোন কোন জেলা? এল আবহাওয়ার বিরাট আপডেট
নিজের মোবাইল দেখিয়ে তিনি বলেন, ‘এই দেখুন, এই যে পায়রা খাচ্ছে, আমি সামনেই বসে আছি। ডাকলে কাছে আসে। আমারও মায়া পড়ে গেছে। ভাবলাম, যখন আসছে, তখন থাকুক না ওরা এখানে, বাচ্চা টাচ্চা হোক।’
ভুবনের বাড়ির ছাদে এখন প্রতিদিন দেখা যায় এই শান্তিপ্রিয় অতিথিদের। খ্যাতির ঝলমলে জীবনে, প্রকৃতির এই ছোট্ট টান যেন এক নতুন সুর এনে দিয়েছে গায়কের জীবনে। ঠিক ‘কাঁচা বাদাম’-এর মতোই সহজ, সরল, কিন্তু হৃদয় ছোঁয়া।





