এদিন দুপুরে তিলুটি গ্রামের কিছু বাসিন্দার ফোনে সুহাসিনার বাড়ির লোকজন জানতে পারেন, তাঁদের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে দ্রুত ছুটে যান তাঁরা। সেখানে গিয়ে দেখেন, সুহাসিনার দেহ উঠোনে নামিয়ে রাখা হয়েছে। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন চোখে পড়ে।
আরও পড়ুন: বেকারদের জন্য সুখবর! রামকৃষ্ণ মিশনে মাত্র ৩ মাসের কোর্সে চাকরির সুযোগ, জানুন
advertisement
মৃতার স্বামী দাবি করেন, বাড়ির মাটির দোতলা অংশে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছেন সুহাসিনা। কিন্তু এই ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা আত্মহত্যার দাবি করলেও তা মানতে নারাজ সুহাসিনার পরিবার।
আরও পড়ুন: দমদম জংশনে লাইনের কাজের জের, একাধিক ট্রেন বাতিল-সময়সূচি বদল! তালিকায় কোন কোন ট্রেন? বড় আপডেট জানুন
মৃতার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দাম্পত্যে অশান্তি চলছিল। তাঁরা ভেবেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এমন ভয়াবহ পরিণতি ঘটবে, তা তাঁদের কল্পনাতেও ছিল না। পরিবারের দাবি, আত্মহত্যা নয়, সুহাসিনাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
ইন্দ্রজিৎ রুজ
