TRENDING:

Birbhum News: শ্রাবণে বাবার চরণতলে! ১৪ বছরে যা করে দেখাল এই কিশোরী..., 'থ' হয়ে গেল সকলে

Last Updated:

বোনের প্রাণ বাঁচাতে দৃঢ় সংকল্পে দণ্ডিযাত্রা! ১৫ কিমি রাস্তা পেরিয়ে ভোলেনাথের চরণে ১৪ বছরের মন্দিরা Birbhum News: হাজার হাজার ভক্তের মাঝে এবারের যাত্রায় নজর কেড়েছে এক কিশোরীর দৃঢ় সংকল্প। বয়স মাত্র ১৪, নাম মন্দিরা মন্ডল। পরিবারের মঙ্গল ও বোনের সুস্থতার মানত নিয়ে মন্দিরা দণ্ডি দিয়ে ১৫ কিমি রাস্তা পেরিয়ে পৌঁছেছে বক্রেশ্বরের বাবা বক্রনাথের চরণতলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: শ্রাবণ মাসের পবিত্রতা, শিবভক্তদের অদম্য বিশ্বাস আর মানতের আশ্রয়ে ভরে উঠেছে বীরভূমের বক্রেশ্বরের পবিত্র ভূমি। হাজার হাজার ভক্তের মাঝে এবারের যাত্রায় নজর কেড়েছে এক কিশোরীর দৃঢ় সংকল্প। বয়স মাত্র ১৪, নাম মন্দিরা মন্ডল। পরিবারের মঙ্গল ও বোনের সুস্থতার মানত নিয়ে মন্দিরা দণ্ডি দিয়ে ১৫ কিমি রাস্তা পেরিয়ে পৌঁছেছে বক্রেশ্বরের বাবা বক্রনাথের চরণতলে।
advertisement

সাজিনা গ্রামের মেয়ে মন্দিরা, লাঙুলিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। গত ২৬শে জুলাই কুসকুরুনি নদী থেকে শুরু হয়েছিল তার দণ্ডিযাত্রা। প্রতিটি দণ্ডি যেন শুধু শরীর নয়, পরীক্ষিত হয়েছে তার মন, আত্মা, আর ঈশ্বরবিশ্বাস। পাশে মা দীপালী মণ্ডল, চোখে চিন্তা, মুখে অদম্য সাহস, আর অন্তরে শুধু একটাই আশীর্বাদ, মেয়েটা যেন বাবার দরজায় পৌঁছায়।

advertisement

আরও পড়ুন-রাত ঠিক ৩ টে…! আচমকা দাঁড়িয়ে গেল গৌড় এক্সপ্রেস, হুড়মুড়িয়ে AC কামরায় ঢুকে পড়ল ‘ওরা’, তারপর শুয়ে থাকা যাত্রীদের…

মন্দিরা মণ্ডল জানান, ‘আমার বোন খুব অসুস্থ হয়ে পড়েছিল। ভোলেবাবার কাছে মানত করেছিলাম। এখন সে ভাল আছে, তাই আমি এই যাত্রা করছি’ একটানা ৭ দিন হাসপাতালে ভর্তি ছিল ছোট বোন। মেয়ের এই মানত পালনে দীপালী মণ্ডল আবেগপ্রবণ, খেতে পারিনি, কষ্ট হচ্ছে, কিন্তু মেয়ের জন্য গর্বও হচ্ছে।

advertisement

View More

আরও পড়ুন-নাগ পঞ্চমীতে ‘ডবল ধামাকা’…! বুধের রাজকীয় চালে ৫ রাশির ‘লটারি’, আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, গোল্ডেন টাইমে ভাগ্য খুলবে কাদের

পথের দুই পাশে জনতার ভিড়, কিশোরীর এই দণ্ডিযাত্রা দেখে অনেকেই থমকে দাঁড়িয়েছেন। কেউ জলের বোতল এগিয়ে দিচ্ছেন, কেউ শুধু হাতজোড় করে নমস্কার করছেন এই কঠিন ব্রত পালনের জন্য। মন্দিরার সাহস ও আস্থার সামনে যেন সকলেই মুগ্ধ। এই ঘটনা শুধু এক কিশোরীর দণ্ডিযাত্রা নয়, এটা এক অসীম বিশ্বাসের প্রতীক, যেখানে ঈশ্বরভক্তি ছুঁয়ে যাচ্ছে হাজারো হৃদয়। মানুষের ভিতরের আত্মশক্তির, সংকল্পের এবং পারিবারিক ভালবাসার এক নিদর্শন হয়ে উঠেছে মন্দিরা মণ্ডলের এই পদযাত্রা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুদীপ্ত গড়াই

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: শ্রাবণে বাবার চরণতলে! ১৪ বছরে যা করে দেখাল এই কিশোরী..., 'থ' হয়ে গেল সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল