কীভাবে একটা সরকারি জায়গায় এইভাবে রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হল! পুরসভার নজর এড়িয়েই কীভাবে সেটা সম্ভব হল! দুবরাজপুর পৌরসভা কাউন্সিলরের ঘরের বাইরেই লেখা রয়েছে, “কাউন্সিলরের অনুপস্থিতিতে ও অফিসের স্টাফের অনুপস্থিতে কক্ষে প্রবেশ নিষেধ”। তা সত্ত্বেও এই যুবক কী করে কাউন্সিলার রুমে প্রবেশ করলেন? তাহলে কি নিরাপত্তার কোথাও গলদ রয়েছে।
advertisement
রিলস বানানোর সময় দেখা গিয়েছে কাউন্সিলরদের রুমের ভিতর চেয়ারগুলো সব ফাঁকা। সামনেই রয়েছে টেবিল এবং দেওয়ালে টাঙানো রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেখানে কীভাবে এই যুবক ঢুকলেন এবং গান চালিয়ে বিভিন্ন রকম অঙ্গভঙ্গির মাধ্যমে নাচ করে রিলস বানিয়ে চলে গেলেন। আর কেউ টেরও পেল না।
আরও পড়ুনঃ আড্ডা থেকে খাওয়া-দাওয়া! পসরা সাজিয়ে হরেক দোকান, মেদিনীপুরে সুপারহিট ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল
এমনিতেই দুবরাজপুর পুরসভা সিসিটিভি ক্যামেরায় নিরাপত্তায় চাদরে মোড়া। তা সত্ত্বেও এই ঘটনা কেন দুবরাজপুর পৌরসভার নজরে এলোনা তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ঘটনার নিন্দা করেছেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান থেকে কাউন্সিলর এমনকি দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা।
