প্রত্যেক বছর হাটতলা সর্বজনীন দুর্গাপুজো ঘিরে রামপুরহাট শহরবাসীর বাড়তি উন্মাদনা থাকে। শহরের বিগ বাজেট পুজোগুলির মধ্যে অন্যতম এটি। বছরের পর বছর নিত্যনতুন থিম উপহার দেয় তাঁরা। ৭২-এর আঙিনায় দাঁড়িয়ে তাঁদের থিম ‘ঐতিহ্যের দরবারে’। কমিটির ভাবনা মণ্ডপসজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন জেলার বিশিষ্ট শিল্পী যতীন্দ্রনাথ মণ্ডল।
advertisement
প্রাচীন রাজবাড়ির আদলে মণ্ডপ গড়ে উঠেছে। দূর থেকে দেখে বোঝা যায় না এটি প্যান্ডেল নাকি আসল বাড়ি! বর্ধমানের পাটুলির শিবনাথ হাজরা প্রতিমা গড়ে তুলেছেন। গতবছর ‘সময়’ থিমের মাধ্যমে প্রলয় থেকে সৃষ্টি, জাগতিক থেকে মহাজাগতিক ও অন্ধকার থেকে আলো ফুটিয়ে তুলে জেলাবাসীকে তাক লাগিয়ে দিয়েছিল তাঁরা। পুজোর কয়েকদিন ব্যাপক ভিড় হয়েছিল।
পুজোর অন্যতম উদ্যোক্তা প্রশান্ত রায় বলেন, রাজবাড়ির আদলে মণ্ডপসজ্জা হয়েছে। দেখে মনে হবে রাজবাড়ির দালানে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। থিমের সঙ্গে প্রাচীন ঐতিহ্যের এই পারস্পরিক মেলবন্ধন বীরভূমবাসীকে এক অন্য স্বাদ দেবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রবীণ ও প্রতিবন্ধী মানুষদের কথা ভেবে এবারও ফেসবুক লাইভ করা হবে। ক্লাব সূত্রে জানা গিয়েছে, এই বছরও থিম সং প্রকাশ করা হয়েছে। অন্যান্যবারের মতো হাটতলা সর্বজনীনের থিম সং লিখেছেন প্রশান্তবাবু। চেয়ারম্যান বলেন, “হাটতলা সর্বজনীন দুর্গোৎসব বরাবরই এক ঐতিহ্য বহন করে। রামপুরহাট তথা জেলাবাসী এই পুজোর দিকে তাকিয়ে থাকে। এবারও অসাধারণ প্যান্ডেল এবং সাজসজ্জা হয়েছে। আশা করি দর্শনার্থীদের ভাললাগবে।”