এদিনের এই ঘটনার জেরে অভিযুক্তদের গ্রেফতাদের দাবিতে দুবরাজপুর থানার সামনে বিক্ষোভ ও ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুনঃ প্যান্ডেল নাকি দৈত্যাকার গিরগিটি! মেদিনীপুরের পুজোয় বড় চমক, কোথায় গেলে দেখা যাবে এই মণ্ডপ?
জানা গিয়েছে, বীরভূমের সদাইপুরের বাঁধেরশোল গ্রামে ফুটবল টুর্নামেন্টের খেলা ছিল। সেখানে কোয়ার্টার ফাইনালে দুবরাজপুরের নায়কপাড়া ও দুবরাজপুরের বাউরীপাড়ার মধ্যে খেলা হয় এবং নায়কপাড়া সেখানে হেরে যায়। এরপর ওই ফুটবল খেলার মাঠেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে দুই দল। সেখানেই আবার সবকিছু মিটে যায়।
advertisement
পরে দুবরাজপুরের বাউরীপাড়া ফাইনালে ট্রফি জিতে যখন বাড়ি ফিরছিল, তখন দুবরাজপুরের সাতকেন্দুরী মোড়ের কাছে নায়কপাড়ার ছেলেরা তাঁদের বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এর জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন। যার মধ্যে একজন হাসপাতালে ভর্তি। দুবরাজপুর পুরসভার তৃণমূল চেয়ারম্যানের ভাইপো সহ বেশ কয়েকজনের দিকে অভিযোগের তীর। জানা যাচ্ছে, দুবরাজপুর থানার পুলিশ তাঁদের গ্রেফতার করেছে।