Durga Puja 2025: প্যান্ডেল নাকি দৈত্যাকার গিরগিটি! মেদিনীপুরের পুজোয় বড় চমক, কোথায় গেলে দেখা যাবে এই মণ্ডপ?

Last Updated:

Durga Puja 2025: প্রতাপপুর আদি দুর্গোৎসব কমিটির এবারের থিম 'গিরগিটি'। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের এই কমিটির পুজো এবার ৪১ তম বর্ষে পদার্পণ করছে। তাঁদের বাজেট প্রায় সাত লক্ষ টাকা

+
গিরগিটির

গিরগিটির আদলের দুর্গাপুজো মণ্ডপ

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ মাতৃ আরাধনার থিম ‘গিরিগিটি’। এই থিমে বাস্তব ফুটে উঠেছে। বাতাসে পুজো পুজো গন্ধ, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। দুঃখ যন্ত্রণা, দুঃসময় কাটিয়ে পুজোর ক’টা দিন আনন্দে মেতে উঠবে বাঙালি। শহর থেকে গ্রাম, সব জায়গাতেই প‍্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষের মুখে।
এখন আবার দুর্গাপুজো মানেই থিমের জাঁকজমক। যে সকল কমিটি থিমের প‍্যান্ডেল বানান, সেখানে প্রায় শেষ মুহূর্তের কাজ চলছে। ঘাটালের প্রতাপপুর আদি দুর্গোৎসব কমিটির এবারের থিম যেমন ‘গিরগিটি’। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের এই কমিটির পুজো এবার ৪১ তম বর্ষে পদার্পণ করছে। এই বছর তাঁরা আস্ত গিরগিটির মতো মণ্ডপ গড়ে তুলছে। বাজেট প্রায় সাত লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুনঃ স্মার্টফোনেই মুশকিল আসান! এবারের পুজোয় বিশেষ উদ্যোগ জেলা পুলিশের, ঝটপট জেনে নিন
প্রতিবছর এই প‍্যান্ডেলে বিপুল ভিড় হয়। সেই কারণে দর্শনার্থীদের কথা মাথায় রেখে কমিটির এই বছরের থিম ‘গিরগিটি’, যা দর্শনার্থীদের নজর কাড়বে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে সমাজে এক বার্তাও পৌঁছে যাবে। এই থিমে রয়েছে ভরপুর মজা। এখন থেকেই মানুষের মুখে মুখে সেকথা ঘুরছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে পুজো শুরু হওয়ার আনন্দে মেতে উঠেছে বাঙালির মন। উৎসব শুরু হতে এখনও কয়েকটা দিন বাকি। তারপরেই আলোয় আলোয় ভরে উঠবে আকাশ। কিংবদন্তী শিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠের মহালয়া জানান দেবে, মা আসতে আর বেশিদিন বাকি নেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: প্যান্ডেল নাকি দৈত্যাকার গিরগিটি! মেদিনীপুরের পুজোয় বড় চমক, কোথায় গেলে দেখা যাবে এই মণ্ডপ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement