বীরভূম এর পাড়ুই থানার অন্তর্গত ভেড়ামারি গ্রাম এখন যেন আতঙ্কপুরী। একটি ‘ভূতুরে কুকুর’ হঠাৎ করে মানুষকে কামড়ে দিয়ে নিমেষে উধাও হয়ে যাচ্ছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। ইতিমধ্যেই গ্রামের ১০ থেকে ১২ জন ওই কুকুরের কামড়ে আহত হয়েছেন। পুরুষ, মহিলা, বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা, বাদ যাচ্ছেন না কেউই।
বয়স্ক মানুষজন সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। রাস্তায় বার হতে সাহস পাচ্ছেন না অনেকেই। দিনের আলো থাকলেও উদ্বেগ কাটছে না, পাশাপাশি রাতের অন্ধকারে পরিস্থিতি আরও অনেকটা ভয়াবহ। পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। পাড়ুই থানার পুলিশ এলাকায় শুরু করেছে টহল।
advertisement
পাশাপাশি, স্থানীয় যুবকদের নেতৃত্বে গ্রামে গঠন হয়েছে স্বেচ্ছাসেবক পাহারা দল।যুবকদের নিয়ে রাত জেগে চলছে পাহারা। এলাকার বাসিন্দাদের বক্তব্য, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক, একটি স্বাস্থ্য শিবিরের আয়োজনের জন্য অনুরোধ করেছেন গ্রামবাসীরা। এমনই পরিস্থিতি আর কিছুদিন থাকলে গ্রামের মানুষেরা আরও আতঙ্কিত হয়ে পড়বেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও এই বিষয়ে গ্রামবাসীদের মনে প্রশ্ন, কী কুকুর ওটা? সাধারণ পথকুকুর? নাকি সত্যিই কোনও রহস্যঘেরা ঘটনা? ধোঁয়াশায় স্থানীয়রা।
সৌভিক রায়





