TRENDING:

জেলাশাসকের দফতরের বাইরে বিক্ষোভ, ধান বিক্রির টাকা না পেলে আত্মহত্যার হুমকি বীরভূমের চাষীদের !

Last Updated:

সরকারি মূল্যে ধান বিক্রি করে টাকা মিলছে না। প্রশাসনের দ্বারস্থ বীরভূমের রাজনগরের প্রায় দুশো ধানচাষি। দ্রুত দাম না পেলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: সরকারি মূল্যে ধান বিক্রি করে টাকা মিলছে না। প্রশাসনের দ্বারস্থ বীরভূমের রাজনগরের প্রায় দুশো ধানচাষি। দ্রুত দাম না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তাঁরা। প্রতিশ্রুতি মতো সরাকারি দামে ধান বিক্রি করেছিলেন সাত মাস আগে। কিন্তু দুশো ধানচাষির টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
advertisement

চলতি বছরের মার্চে রাজনগর অঞ্চলের কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রি করেন ৷ ধান বিক্রি করা হয় নানুরের কুমিরা জয় মা কালী সমিতিকে প্রতিশ্রুতি দেওয়া হয়, এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে ৷ টাকা না পেয়ে ফের সমিতির কাছে যান কৃষকরা

প্রত্যেককে চেক দেওয়া হয় ৷ বলা হয় একমাস পর জমা দিতে হবে ব্যাঙ্কে ৷ চেক জমা দিতে গেলে জানতে পারেন, চেক বাউন্স করে গিয়েছে ৷ এরপরই প্রশাসনের দ্বারস্থ হন কৃষকরা। সেখান থেকে সমিতির কর্তাদের ডেকে পাঠানো হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

ধান কেনার জন্য একটি রাইস মিলের সঙ্গে চুক্তি হয় ৷ বিক্রি করতে গিয়ে জানা যায়, রাইস মিলের কোনও অস্তিত্ব নেই , তাই টাকা দেওয়া সম্ভব নয় ৷ সোমবার সিউড়িতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান কৃষকরা। দ্রুত টাকা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ধান বিক্রির টাকা না মিললে চরম পদক্ষেপের হুঁশিয়ারী ধান চাষিদের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলাশাসকের দফতরের বাইরে বিক্ষোভ, ধান বিক্রির টাকা না পেলে আত্মহত্যার হুমকি বীরভূমের চাষীদের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল