চলতি বছরের মার্চে রাজনগর অঞ্চলের কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রি করেন ৷ ধান বিক্রি করা হয় নানুরের কুমিরা জয় মা কালী সমিতিকে প্রতিশ্রুতি দেওয়া হয়, এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে ৷ টাকা না পেয়ে ফের সমিতির কাছে যান কৃষকরা
প্রত্যেককে চেক দেওয়া হয় ৷ বলা হয় একমাস পর জমা দিতে হবে ব্যাঙ্কে ৷ চেক জমা দিতে গেলে জানতে পারেন, চেক বাউন্স করে গিয়েছে ৷ এরপরই প্রশাসনের দ্বারস্থ হন কৃষকরা। সেখান থেকে সমিতির কর্তাদের ডেকে পাঠানো হয়।
advertisement
ধান কেনার জন্য একটি রাইস মিলের সঙ্গে চুক্তি হয় ৷ বিক্রি করতে গিয়ে জানা যায়, রাইস মিলের কোনও অস্তিত্ব নেই , তাই টাকা দেওয়া সম্ভব নয় ৷ সোমবার সিউড়িতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান কৃষকরা। দ্রুত টাকা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ধান বিক্রির টাকা না মিললে চরম পদক্ষেপের হুঁশিয়ারী ধান চাষিদের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2016 8:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলাশাসকের দফতরের বাইরে বিক্ষোভ, ধান বিক্রির টাকা না পেলে আত্মহত্যার হুমকি বীরভূমের চাষীদের !