TRENDING:

পৌর নির্মিত মার্কেটের গোডাউনে রমরমিয়ে চলছিল 'ভয়ঙ্কর' কারবার! খবর পায় পুলিশ, হানা দিতেই ফাঁস মালিকের সব ফন্দি

Last Updated:

দুর্গাপুজোর আগে চারদিকে সাজো সাজো পরিস্থিতি, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, শপিং ইত্যাদি। তবে এসবের মধ্যেই জেলা তোলপাড় করে দিয়েছে বীরভূমের দুবরাজপুরের একটি ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবরাজপুর, বীরভূম, সুপ্রতিম দাস: হাতে মাত্র আর কয়েকটা দিন, আর তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে চারদিকে সাজো সাজো পরিস্থিতি, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, শপিং ইত্যাদি। তবে এসবের মধ্যেই জেলা তোলপাড় করে দিয়েছে বীরভূমের দুবরাজপুরের একটি ঘটনা।
পৌর নির্মিত মার্কেটের গোডাউনে পুলিশি হানা
পৌর নির্মিত মার্কেটের গোডাউনে পুলিশি হানা
advertisement

দুবরাজপুরের পৌরসভা নির্মিত মার্কেটের একটি গোডাউনে লুকিয়ে লুকিয়ে এমন কাজ করছিলেন এক ব্যক্তি, যা ঘুণাক্ষরেও টের পাননি অন্য কেউ। এমনকি পার্শ্ববর্তী দোকানের মালিকরাও এই ঘটনার বিষয়টি জানতেন না বলেই দাবি করেছেন। তবে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে আর সেই অনুযায়ী পুরো প্ল্যান ভেস্তে দেয় তারা। ঠিক কী কাজ করছিলেন ওই দোকানের মালিক।

advertisement

আরও পড়ুন: ঝেঁপে বৃষ্টিতে মাটি হবে না তো শেষ মুহূর্তের প্রস্তুতি? কী হতে চলেছে উত্তরবঙ্গে, পুজোর আগে এল আবহাওয়ার মেগা আপডেট

আসলে দুবরাজপুর পৌরসভা নির্মিত স্বামী ভুপানন্দ মার্কেটের একটি গোডাউনের মালিক লুকিয়ে লুকিয়ে গোডাউনে লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি মজুত করেছিলেন। ওই মার্কেটের ১৭ নম্বর গোডাউনে ছিল এই সমস্ত নিষিদ্ধ শব্দবাজি। মনে করা হচ্ছে দুর্গাপুজো ও আসন্ন অন্যান্য উৎসবের মরশুমে সেগুলি বাজারে ছড়িয়ে দেওয়ার প্ল্যান ছিল তার। কিন্তু বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ সেই খবর জানতে পারে এবং রবিবার দুপুরবেলায় ওই গোডাউনে হানা দেয়। আর সেখানে হানা দিয়ে সমস্ত নিষিদ্ধ শব্দবাজি আটক করে আনা হয় থানায়।

advertisement

আরও পড়ুন: সন্ধে হতেই পঞ্চায়েত প্রধানের বাড়িতে তুলকালাম, ঘাপটি মেরে ৮ ফুটের অজগর! দাবানলের মতো খবর ছড়াতেই ভিড় বাসিন্দাদের

এমন বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি মজুত রাখার পরিপ্রেক্ষিতে কোনরকম লাইসেন্স ছিল না ওই গোডাউনের মালিক চঞ্চল ইন্দের কাছে। কাগজপত্র দেখাতে না পারার কারণে অভিযুক্তকে গ্রেফতার করে দুবরাজপুর থানার পুলিশ। সোমবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হবে। দুর্গাপুজোর মিটিংয়ে দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ শব্দবাজি ও ডিজে বন্ধ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও রমরমিয়ে চলছিল নিষিদ্ধ শব্দবাজি কারবার। যে কারণে এবার পুলিশ অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকা শব্দবাজি উদ্ধার করে। জানা যাচ্ছে, উদ্ধার হওয়া বাজিগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় ওই গোডাউনের পাশের এক দোকানের মালিক জানিয়েছেন, কোনও কারণে এত শব্দবাজির বিস্ফোরণ হলে ভয়ঙ্কর কাণ্ড বেঁধে যেতে পারত।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পৌর নির্মিত মার্কেটের গোডাউনে রমরমিয়ে চলছিল 'ভয়ঙ্কর' কারবার! খবর পায় পুলিশ, হানা দিতেই ফাঁস মালিকের সব ফন্দি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল