প্রসঙ্গত, বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি অর্মত্য সেন দখল করে আছেন বলে অভিযোগ । এই জমি নিয়েই হাইকোর্টের নির্দেশে মামলা চলছে সিউড়ির জেলা আদালতে । অর্মত্য সেনের আইনজীবী বলেন , ” দুই পক্ষের বক্তব্যই বিচারক শোনেন এবং শুনানি শেষে তিনি আবার পরবর্তী ১৬ সেপ্টেম্বরের তারিখ দেন । যত দিন অমর্ত্য সেনের জমি নিয়ে এই মামলা চলবে ততদিন বিশ্বভারতীর তরফ থেকে ওই জমি উচ্ছেদ করা যাবে না । “
advertisement
অন্য দিকে বীরভূমের জেলা আদালতের সরকারি আইনজীবী শ্রীকান্ত রায় জানান , ” দীর্ঘ দিন ধরেই অমর্ত্য সেনের জমি নিয়ে একটি মামলা কোর্টে চলছে । এর আগেও বেশ কিছু শুনানিতে রায় কখনও অমর্ত্য সেনের পক্ষে, আবার কখনও অমর্ত্য সেনের বিপক্ষে গিয়েছে । তবে এ বারের শুনানিতেও আবার পরবর্তী তারিখ দিলেন বিচারক । আজ অমর্ত্য সেনের মামলার দিন ছিল । বিচারক দুই পক্ষের উকিলের কথা শোনেন এবং সমস্ত নথি দেখার পর ১৬ সেপ্টেম্বর তিনি এই মামলার নতুন তারিখ দেন । তবে যত দিন অমর্ত্য সেনের জমি নিয়ে এই মামলা চলবে তত দিন বিশ্বভারতীর পক্ষ থেকে ওই জমি উচ্ছেদ করা যাবে না। “