TRENDING:

Amartya Sen : জমি মামলায় অর্মত্য সেনকে জারি করা বিশ্বভারতীর নোটিসে স্থগিতাদেশ আদালতের, পরবর্তী শুনানি ১৬  সেপ্টেম্বর

Last Updated:

Amartya Sen : সরকারি আইনজীবী শ্রীকান্ত রায় বলেন ‘‘যত দিন মামলা চলবে তত দিন উচ্ছেদের অর্ডার স্টে থাকবে ।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: বিশ্বভারতী ও অর্মত্য সেনের জমি মামলা জিইয়ে রইল। সিউড়ির জেলা আদালতের বিচারক পরবর্তী দিন ধার্য করলেন ১৬  সেপ্টেম্বর । ওই দিন পর্যন্ত বিশ্বভারতীর তরফ থেকে উচ্ছেদ করা যাবে না বলেই দাবি করলেন অর্মত্য সেনের আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরী । অন্যদিকে সরকারি আইনজীবী শ্রীকান্ত রায় বলেন ‘‘যত দিন মামলা চলবে তত দিন উচ্ছেদের অর্ডার স্টে থাকবে ।’’
বিশ্বভারতী ও অর্মত্য সেনের জমি মামলা জিইয়ে রইল
বিশ্বভারতী ও অর্মত্য সেনের জমি মামলা জিইয়ে রইল
advertisement

প্রসঙ্গত, বিশ্বভারতীর  ১৩ ডেসিমেল জমি অর্মত্য সেন দখল করে আছেন বলে অভিযোগ । এই জমি নিয়েই হাইকোর্টের নির্দেশে মামলা চলছে সিউড়ির জেলা আদালতে । অর্মত্য সেনের আইনজীবী বলেন , ” দুই পক্ষের বক্তব্যই বিচারক শোনেন এবং শুনানি শেষে তিনি আবার পরবর্তী ১৬ সেপ্টেম্বরের তারিখ দেন । যত দিন অমর্ত্য সেনের জমি নিয়ে এই মামলা চলবে ততদিন বিশ্বভারতীর তরফ থেকে ওই জমি উচ্ছেদ করা যাবে না । “

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অন্য দিকে বীরভূমের জেলা আদালতের সরকারি আইনজীবী শ্রীকান্ত রায় জানান , ” দীর্ঘ দিন ধরেই অমর্ত্য সেনের জমি নিয়ে একটি মামলা কোর্টে চলছে । এর আগেও বেশ কিছু শুনানিতে রায় কখনও অমর্ত্য সেনের পক্ষে, আবার কখনও অমর্ত্য সেনের বিপক্ষে গিয়েছে । তবে এ বারের শুনানিতেও আবার পরবর্তী তারিখ দিলেন বিচারক । আজ অমর্ত্য সেনের মামলার দিন ছিল । বিচারক দুই পক্ষের উকিলের কথা শোনেন এবং সমস্ত নথি দেখার পর ১৬  সেপ্টেম্বর তিনি এই মামলার নতুন তারিখ দেন । তবে যত দিন অমর্ত্য সেনের জমি নিয়ে এই মামলা চলবে তত দিন বিশ্বভারতীর পক্ষ থেকে ওই জমি উচ্ছেদ করা যাবে না। “

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amartya Sen : জমি মামলায় অর্মত্য সেনকে জারি করা বিশ্বভারতীর নোটিসে স্থগিতাদেশ আদালতের, পরবর্তী শুনানি ১৬  সেপ্টেম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল