TRENDING:

Civic Volunteer: বাউল বেশে সিভিক ভলান্টিয়ার, ধরলেন সাড়া ফেলে দেওয়া গান! মন ভাল করা ব্যতিক্রমী দৃশ্য বীরভূমের রাস্তায়

Last Updated:

গেরুয়া পাঞ্জাবি, মাথায় পাগড়ি, হাতে দোতারা, একেবারে বাউল বেশে দাঁড়িয়ে তিনি গান ধরলেন, "নেশা করে গাড়ি চালাবি না রে ভাই, হেলমেট পরে চল রে ভাই..."।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: গেরুয়া পাঞ্জাবি, মাথায় পাগড়ি, হাতে দোতারা, একেবারে বাউল বেশে দাঁড়িয়ে তিনি গান ধরলেন, “নেশা করে গাড়ি চালাবি না রে ভাই, হেলমেট পরে চল রে ভাই…”। চারপাশে জটলা, কেউ থামলেন মোটরবাইক নিয়ে, কেউ আবার ট্রাকের জানলা খুলে শুনলেন মন দিয়ে। এমনই এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল বীরভূম জেলার দুবরাজপুরের দরবেশ মোড়ে।
advertisement

খয়রাশোলের ট্রাফিক বিভাগের সিভিক ভলান্টিয়ার লক্ষ্মণ আঢ্য এদিন বাউল গানের মাধ্যমে পথচারী ও চালকদের মধ্যে সচেতনতার বার্তা ছড়ালেন। দুবরাজপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত এই পথ সচেতনতা কর্মসূচিতে তিনি নিজের লেখা বাউল গান পরিবেশন করেন। তাঁর গানের মূল বার্তা হেলমেট ছাড়া বাইক চালানো নয়, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো, লাইসেন্স ও কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলা।

advertisement

আরও পড়ুন: ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়! পুরুলিয়ার শ্বেতার স্বপ্ন অন্যরকম, নিজের অদম্য চেষ্টায় সেই লড়াইয়ে সে সফল

লক্ষ্মণ আঢ্য জানান, “আমি ছোটবেলা থেকেই বাউল গান করি। এখন ভাবলাম, যদি এই গান দিয়েই মানুষকে ভাল পথে চালানো যায়, তবে সেটাই বড় কাজ।” দুবরাজপুর ট্রাফিক বিভাগের ওসি সন্তু ব্যানার্জি বলেন, “আমরা বিভিন্নভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। কিন্তু এবার একটু ভিন্নভাবে ভাবলাম। জানতে পারি, আমাদের সিভিক ভলান্টিয়ার লক্ষ্মণ বাউল গান করেন। তাই তাঁকেই বলি ট্রাফিক সচেতনতা নিয়ে গান লিখতে। দু’দিনের মধ্যেই গান তৈরি করে সে পরিবেশন করল। মানুষও দারুণভাবে গ্রহণ করেছে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাউল বেশে সিভিক ভলান্টিয়ার, ধরলেন সাড়া ফেলে দেওয়া গান! মন ভাল করা ব্যতিক্রমী দৃশ্য বীরভূমে
আরও দেখুন

দুর্ঘটনা রুখতে ও পথ নিরাপত্তা নিশ্চিত করতে বীরভূম জেলা পুলিশ এই ধরনের উদ্যোগকে ভবিষ্যতেও চালিয়ে যেতে চায়। এদিনের এই বাউল গানের কর্মসূচি সেই প্রচেষ্টারই এক অনন্য উদাহরণ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Civic Volunteer: বাউল বেশে সিভিক ভলান্টিয়ার, ধরলেন সাড়া ফেলে দেওয়া গান! মন ভাল করা ব্যতিক্রমী দৃশ্য বীরভূমের রাস্তায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল