TRENDING:

Birbhum Child : বিধায়কের পদক্ষেপে জটিল অস্ত্রোপচার সুষ্ঠুভাবে, খুদে হাতের ফুলের তোড়ায় কৃতজ্ঞতা

Last Updated:

Birbhum Child : আর্থিকভাবে দুর্বল বাবা মা উদ্বিগ্ন হয়ে পরে ছেলেকে নিয়ে দ্বারস্থ হন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহের কাছে (Labhpur MLA Abhijit Sinha) । সব কথা শোনেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ময়ূরেশ্বর: বীরভূমের ময়ূরেশ্বরের দাসপলসা গ্রাম পঞ্চায়েতের মহিষা গ্রামের  বাসিন্দা সোহম দাস । তার বয়স ৯ বছর , বাবা সঞ্জিত দাস ও মা সীমা দাস । ছোট্ট সোহম থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু । ২ বছর বয়স থেকে নিয়ম করে প্রতি মাসে ২ বার করে রক্ত লাগত তার । সোহমের শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল ধীরে ধীরে । চিকিৎসক পরীক্ষা করে জানান স্প্লিন অপারেশন না করলে যে কোনও সময় প্রাণ সংশয় ঘটতে পারে তার (Birbhum Child)  ।
advertisement

আরও পড়ুন : বর্ধমানে কারখানা গড়ে তৈরি হচ্ছিল কোটি কোটি টাকার হেরোইন! গ্রেফতার ৬

ডাক্তারের এই কথা শুনে চিন্তায় মাথায় হাত সোহমের বাবা মায়ের । কোথা থেকে আসবে এত টাকা ? কী করে হবে সোহমের অপারেশন ? এই দুশ্চিন্তা বাড়তে থাকে তাদের মধ্যে । তাই আর্থিকভাবে দুর্বল বাবা মা উদ্বিগ্ন হয়ে পরে ছেলেকে নিয়ে দ্বারস্থ হন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহের কাছে (Labhpur MLA Abhijit Sinha) । সব কথা শোনেন তিনি । কলকাতার পিজি হাসপাতালে সোহমের অপারেশন এর  ব্যবস্থা করে দেন তিনি । কলকাতায় আসা যাওয়া, ও থাকা খাওয়ার ব্যবস্থাও করে দেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ । তার পর একমাসের মধ্যে সফলভাবে অস্ত্রোপচার হয় সোহমের । সুস্থ হয়ে সোহম ফিরে আসে বাড়িতে ।

advertisement

আরও পড়ুন :  কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতিতে রাশ টানতে সচেতনতা ও সতর্কতা ডায়মন্ড হারবারে

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

ঠিক তার পরই সোমবার সোহম তার বাবা মায়ের সঙ্গে  চলে আসে বিধায়ক অভিজিৎ সিংহকে কৃতজ্ঞতা জানানোর জন্য ওঁর বাড়িতে । সোহম তার নিজের ছোট্ট হাত দিয়ে বিধায়ককে ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানায় । সোহমের বাবা সঞ্জিত দাস বলেন, ‘‘সোহম এখন পুরোপুরি সুস্থ আছে । তবে ডাক্তারের কথা শুনে সত্যিই অসহায় হয়ে পড়েছিলাম আমরা । কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কী করে আমাদের ছেলেকে বাঁচাব । তার পর আমরা পৌঁছই লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহর কাছে । তিনি সব শুনে সাহায্যের হাত বাড়িয়ে দেন আমাদের । আর তাঁর সাহায্যে আজ সোহম একেবারে সুস্থ । তবে কীভাবে যে তাঁকে ধন্যবাদ দেব, সত্যিই বুঝে উঠতে পারছি না । আজ হয়তো তিনি না থাকলে আমাদের ছেলেকে আমরা ফিরে পেতাম না।’’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Child : বিধায়কের পদক্ষেপে জটিল অস্ত্রোপচার সুষ্ঠুভাবে, খুদে হাতের ফুলের তোড়ায় কৃতজ্ঞতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল