অগ্রণী সংঘের পুজো এবার ‘আশ্রয়’ থিম নিয়ে হাজির। অগ্রণী সংঘের সভাপতি তথা বিধায়ক অভিজিৎ রায় বলেন, ‘ক্লাব আমার আশ্রয়। বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর ছাত্র ছাত্রীরা এবার মণ্ডপ গড়ছেন। বাজেট ১৫ লক্ষ’।
advertisement
মল্লারপুর স্টেশনের কাছে মেঘদূত ক্লাব। ৮৪’তম বর্ষে তারা ফিরছে সাবেকিয়ানায়। মণ্ডপ পুরনো আস্ত একটি রাজবাড়ির আদলে। ক্লাবের সভাপতি সন্দীপ সিংহ বলেন, ‘প্রত্যেক বছর আমাদের একচালার সাবেকি প্রতিমা হয়’। অন্যদিকে সম্পাদক শেখর বাবু বলেন, ‘এবার পুজোয় অন্নকলস যোজনা চালু করছি। যেখানে আমরা এলাকার ১০০ জন দুঃস্থ অসহায় গরিব মানুষদের একমাসের চাল, ডাল, খাবার কাপড় সব তুলে দেব। বাজেট আনুমানিক আট লক্ষ টাকার কাছাকাছি। বলতে পারেন সাবেকিয়ানায় এটাই থিম’।
বীরভূমের সেরা থিমের পুজোর ঠিকানা
কোটাসুর সর্বজনীন ক্লাব করছে ‘স্বপ্নপুরী’। নীল আভায় সারা বছর ভাল থাকার স্বপ্ন মায়া নিয়ে দেবীর আবির্ভাব হচ্ছে। ৫১’তম বর্ষে বাজেট ১৬ লক্ষ টাকা। সভাপতি সন্তোষ মণ্ডল ও সম্পাদক কৌশিক মণ্ডল বলেন, ‘সারা বছরই তো আমরা বাস্তবতায় থাকি। স্বপ্নের আবেশে মণ্ডপ দেখতে ভিড় জমবে। তা সামাল দিতে আমাদের অন্য ভাবনা নিতে হবে’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মল্লারপুরের সুহৃদ সংঘের থিম ‘ইচ্ছে ডানা’। বাজেট আট লক্ষ। পুজো কমিটির পক্ষ থেকে প্রণব কুমার রায় বলেন, ‘মায়ের কাছে আমাদের ইচ্ছেগুলো পূরণের অঞ্জলি দেবো। সে সব নিয়েই আমাদের থিম’। সব মিলিয়ে দুর্গাপুজো উপলক্ষে বীরভূমের বিভিন্ন মণ্ডপে নানান ধরনের থিমের সম্ভার নিয়ে হাজির ক্লাবের সদস্যরা।