উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তের ঘটনা। বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দকাটি সীমান্ত দিয়ে অসিত মণ্ডল নামে এক পাচারকারী মোটরবাইকের তেলের ট্যাঙ্কের নীচে লুকিয়ে রেখেছিল ১০ কেজি ৮৩০ গ্রাম রুপোর গয়না, যা বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী তারালি সীমান্তের জওয়ানদের সন্দেহ হয়। তখন সেই বাইকে তল্লাশি করতেই মোটরবাইকের তেলের ট্যাঙ্কের নীচ থেকে বেরিয়ে আসে ১০ কেজি ৮৩০ গ্রাম রুপোর গয়না, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ ৩৬ হাজার ৭৬ টাকা।
advertisement
অন্যদিকে বিথারী হাকিমপুর সীমান্তের বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী হাকিমপুর সীমান্তের জওয়ানরা সোনাই নদীতে টহল দেওয়ার সময় একটি সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। সেই সময় ওই প্লাস্টিকের ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করতেই প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসে ৯ কেজি ৬৫৩ গ্রাম রুপোর গয়না, যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৩৩ হাজার ৭৬ টাকা।
ইতিমধ্যেই রুপোর গয়নাগুলি ও পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। ধৃতকে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হবে।
—- জুলফিকার মোল্যা