TRENDING:

গতির নেশায় সজোরে ট্রাফিক পোস্টে ধাক্কা, পাশের লেনে ছিটকে পড়ল বাইক! পরিণতি জানলে শিউরে উঠবেন

Last Updated:

ট্রাফিক বিধি না মেনে অস্বাভাবিক দ্রুত গতিতে বাইকটি আসছিল। বাইকে দুই যুবক ছিলেন। মূলত অত্যধিক গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই এই দুর্ঘটনা ঘটে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়দহ, উত্তর ২৪ পরগণা, সুবীর দে: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহীর। ট্রাফিক পোস্টে ধাক্কা মেরে পাশের লেইনে ছিটকে পড়ল বাইক। তাতেই এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছে আরও দু’জন। দুর্ঘটনাটি ঘটেছে খড়দহের রহড়া বকুলতলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর।
বাইক দুর্ঘটনা
বাইক দুর্ঘটনা
advertisement

শনিবার বিকেলের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, ট্রাফিক বিধি না মেনে অস্বাভাবিক দ্রুত গতিতে বাইকটি আসছিল। বাইকে দুই যুবক ছিলেন। মূলত অত্যধিক গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই এই দুর্ঘটনা ঘটে। ঘোলা মুড়াগাছার দিক থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ওই দুই যুবক অত্যন্ত দ্রুতগতিতে বাইক চালিয়ে বারাকপুরের দিকে যাচ্ছিলেন। খড়দহের রহড়া বকুলতলা এলাকায় কল্যাণী এক্সপ্রেস‌ওয়ের উপর অবস্থিত ট্রাফিক পোস্টে সজোরে গিয়ে বাইকটি ধাক্কা মারে। এতো জোরে ধাক্কা মেরেছিল যে ছিটকে এক লেন থেকে অন্য লেনে চলে যায় বাইকটি।

advertisement

আরও পড়ুন: বাঁকুড়ায় তৈরি হচ্ছে অর্গানিক গুঁড়ো মশলা! রং দেখলেই বুঝবেন খাঁটি, দাম মাত্র ৫ টাকা

এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। বাইকে থাকা আরও এক যুবক সহ অপর এক পথচারী গুরুতর আহত হয়েছেন। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের উদ্যোগে আহত দু’জনকে দ্রুত বন্দিপুর স্বাস্থকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহড়া থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গতির নেশায় সজোরে ট্রাফিক পোস্টে ধাক্কা, পাশের লেনে ছিটকে পড়ল বাইক! পরিণতি জানলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল