TRENDING:

Bike Accident: ভোর রাতে বাইক দুর্ঘটনায় টলিউড অভিনেতার মর্মান্তিক মৃত্যু!

Last Updated:

Bike Accident: আজাদ শেখের ৯ বছরের একটি পুত্র সন্তান আছে। সন্তান জন্ম দিতে গিয়ে আজাদের স্ত্রী মারা গিয়েছিলেন। আগামী ২০ মে তার জন্মদিন। এবার জন্মদিনের আগে বাবাকেও হারাল ছোট্ট শিশুটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সাত সকালে বেপরোয়া বাইক চালানোর বড়সড় মাসুল দিতে হল অভিনেতাকে। সোনারপুরে পথদুর্ঘটনায় মারা গেলেন আজাদ শেখ (৩৫) নামে হলিউড অভিনেতা। তিনি সম্প্রতি ‘মির্জা’ নামে এক পরিচিত বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন।
বাইক দুর্ঘটনা মৃত্যু এই যুবকের 
বাইক দুর্ঘটনা মৃত্যু এই যুবকের 
advertisement

সোনারপুর থানার আড়াপাঁচে এই পথ দুর্ঘটনাটি ঘটে। সোনারপুরের‌ই জগদীশপুরের বাসিন্দা আজাদ শেখ। এদিন ভোর চারটে নাগাদ বাড়ি থেকে বাইক নিয়ে বের হন মামার বাড়ি যাবেন বলে। অত ভোরে বাইক নিয়ে বেরোতে বারণ করেছিলেন বাবা। কারণ দিন দুই পর‌ই পরিবারের সকলে মিলে মামার বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি বাবার বারণ শোনেননি। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ভোরে দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট টেম্পোয় ধাক্কা মারেন। বাইকের গতিবেগ এতটাই ছিল যে সামনের চাকা খুলে যায়। সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে এই অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

আর‌ও পড়ুন: হাওড়ার বিখ্যাত ‘দাশনগর’-এর নামকরণ কীভাবে হয়েছিল জানেন?

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, আজাদ শেখের ৯ বছরের একটি পুত্র সন্তান আছে। সন্তান জন্ম দিতে গিয়ে আজাদের স্ত্রী মারা গিয়েছিলেন। আগামী ২০ মে তার জন্মদিন। এবার জন্মদিনের আগে বাবাকেও হারাল ছোট্ট শিশুটি। আজাদ শেখ এই বছর রিলিজ হ‌ওয়া টলিউড স্টার অঙ্কুশের মির্জা সিনেমায় অভিনয় করেন। বাবা ও ছেলে দু’জনেই অভিনয় করেছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে শোকোস্তব্ধ অনুরাগীরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: ভোর রাতে বাইক দুর্ঘটনায় টলিউড অভিনেতার মর্মান্তিক মৃত্যু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল