জানা গিয়েছে নিউ টাউন এলাকার সুখবৃষ্টি নামক আবাসনের ২টি ফ্ল্যাট থেকে ৪ জনকে আটক করা হয়েছে। একটি M 73 বিল্ডিংয়ের ৪০৬ নম্বর ফ্ল্যাট থেকে ২ জন এবং এম৭০ বিল্ডিংয়ের ২০৬ নম্বর ফ্ল্যাট থেকে ২ জনকে আটক করা হয়েছে।
advertisement
নিউ টাউন এলাকার সুখবৃষ্টি আবাসনে আজ সকাল ৫টা ৪৮ থেকে ৬টা ৩০ পর্যন্ত ২টি বিল্ডিংয়ের দুই ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৪ জন কে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কয়েক দিন আগেই বিহারের পটনার পারস হাসপাতালে আইসিইউতে ঢুকে গুলি চালায় একদল দুষ্কৃতী, এর জেরে এক বিচারাধীন বন্দি চন্দন মিশ্র খুন হয়। সেই দুঃসাহসিক ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। এর পরেই তদন্তে নামে বিহার পুলিশের এসটিএফ। তার পরেই শনিবার অভিযান চালানো হয় নিউটাউনের আবাসনে, সেখান থেকেই চারজনকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে পুলিশ তাদের সকলকে পাটনায় নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।