TRENDING:

Big Waves In Digha: মন্থা আছড়েছিল অন্ধ্রে, নাকানিচোবানি খেল দিঘা, নাগাড়ে বৃষ্টি, তোলপাড় করা দিঘার ঢেউ

Last Updated:

Big Waves In Digha: অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা'! ফুলে ফেঁপে উঠেছে দিঘার সমুদ্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: মঙ্গলবার মাঝরাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। ‘মন্থা’র প্রভাবে প্রবল বৃষ্টির সঙ্গে সঙ্গে উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। বুধবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকা দিঘা, মন্দারমণি, শঙ্করপুর ও কাঁথিতে শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। পর্যটক শূন্য হয়ে পড়েছে সমুদ্র সৈকত। সতর্ক রয়েছে প্রশাসন।
advertisement

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দশটা নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রথম আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা। রাত সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সম্পূর্ণ হয় ল্যান্ডফল প্রক্রিয়া। দক্ষিণ কাকিনাড়ার কাছে নার্সাপুরে ‘সুপার সাইক্লোন’ বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগ স্পর্শ করে মন্থা। তখন ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার।

আরও পড়ুন  –Satish Shah REAL Death Reason: মৃত্যুর জন্যে তৈরি ছিলেন না, স্ত্রীকে সেবা করার জন্য চাইতেন বাঁচতে, কিডনি ফেলিওর নয়, সতীশ শাহের মৃত্যুর আসল কারণ সামনে

advertisement

View More

দিঘায় সারাদিন বৃষ্টি

বর্তমানে মন্থা অন্ধ্রপ্রদেশের স্থলভাগে অবস্থান করছে। ধীরে ধীরে শক্তি হারিয়ে নিম্নচাপে হিসেবে পরিণত হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এটি বুধবার দুপুরের মধ্যে সাধারণ ঘূর্ণিঝড় থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।

এর প্রভাবে বুধবার সকাল থেকেই দিঘার আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। সকাল থেকেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া আর প্রবল বৃষ্টি। সমুদ্রের ঢেউ উঁচু হয়ে আছড়ে পড়ছে সৈকতে। প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কতা। উত্তল অবস্থায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে বারবার মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে।

advertisement

পর্যটকরা হোটেলবন্দি হয়ে পড়েছেন। যদিও কিছু উৎসুক পর্যটককে দেখা গেছে দূর থেকে উত্তাল সমুদ্র উপভোগ করতে। কর্তব্যরত নুলিয়ারা বারবার পাইকিং করে সতর্ক করছে পর্যটকদের। যাতে কোন উৎসুক পর্যটক সমুদ্রে পা ভেজাতে নেমে অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এক কর্তব্যরতুলিয়া রতন দাস বলেন, “বর্তমানে সমুদ্র খুবই উত্তাল। প্রশাসনের নির্দেশে মাইকিং করে পর্যটকদের বারবার সতর্ক করা হচ্ছে। আমরা কাউকে সমুদ্রে নামতে দিচ্ছি না”

advertisement

আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী, বুধবার দুপুরের মধ্যেই মন্থা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এরপর ছত্রিশগড়ের দিকে অগ্রসর হবে। তার প্রভাবে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর ও কাঁথি সহ উপকূল জুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্র উত্তাল থাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে এবং সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Madan Maity

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Big Waves In Digha: মন্থা আছড়েছিল অন্ধ্রে, নাকানিচোবানি খেল দিঘা, নাগাড়ে বৃষ্টি, তোলপাড় করা দিঘার ঢেউ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল