বাঁকুড়া জেলার ছাতনার পরিচিতি হল মা বাসুলীর মন্দির, শুশুনিয়া পাহাড়, বড়ু চন্ডীদাস এবং ছাতনার পেড়া। বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় হাস্য রসাত্মক সিনেমা ‘আশিতে আশিওনা’ এর শুটিং হয়, ছাতনার শুশুনিয়া পাহাড়ে। অর্থাৎ ছাতনার সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু ইতিহাস। এখানকার মানুষ আনন্দ প্রিয়। প্রতিবছর বড় করে হয় জগদ্ধাত্রী পুজো। সেই কারণে দশ লক্ষ টাকা বাজেট রেখে করা হচ্ছে পুজো।
advertisement
দুর্গাপুজো যেমন বিরাট ভাবে পালিত হয় ঠিক সেই রকম সমারোহর সঙ্গে জগদ্ধাত্রী পুজো করা হয় সামন্তভুম ছাতনায়। ছাতনা ব্লক ছাড়াও বাঁকুড়া এবং দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়। পুজো কমিটির সদস্যরা জানান, ‘অনুষ্ঠানের পাশাপাশি, চলবে লাইভ অ্যাকশন মহিষাসুরমর্দিনী। এই বছর পুজোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জিনিস হতে চলেছে মহিষাসুরমর্দিনী।’
প্রতিবছরের মত এই বছরও অভিনব মণ্ডপ সজ্জার মাধ্যমে চমক দিতে চলেছে এই পুজো কমিটি। হাতে গোনা মাত্র ক’টা দিন তারপরই জগদ্ধাত্রী পুজো। ছাতনার এই মণ্ডপ তৈরি হচ্ছে স্বর্গপুরীর আদলে। স্বর্গপুরীর মধ্যে থাকবেন মা জগদ্ধাত্রী। দুর্গাপুজোর থেকে বেশি ক্রেজ থাকে জগদ্ধাত্রী পুজোয় বাঁকুড়ার ছাতনায়, অপেক্ষার অবসান হবে আর কিছুদিনের মধ্যে।