ঘাটালে এবার ৭২ ফুটের দুর্গা। ঘাটাল থানার গোবিন্দপুরবাসীর উদ্যোগে সতেরো নম্বর ওয়ার্ডে এবছরে প্রতিমাতে নজির। ৭২ ফুট দুর্গা গড়ে তাক লাগাতে চলেছেন তারা। ঘাটাল মহকুমার এক অন্যরকম ভাবনা। এখন থেকেই উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করেছে।
advertisement
মণ্ডপের কাজ চলছে জোর কদমে। পুজো উদ্যোক্তারা বলেন, এক বছর কলকাতার এক নামকরা সর্বজনীন পুজো কমিটি প্রচুর বড় দুর্গাপুজোর প্যান্ডেল করেছিল। যেখানে ৭২ ফুটের উপরে দুর্গা ঠাকুরের মণ্ডল হয়েছিল। তাতে বেশ হইহই পড়ে সে বছর। ঘাটালেও এসে পৌঁছেছিল তার রেশ। তারা আরও বলেন, ‘সেই বছরে আশা করেছিলাম আমরা এলাকার মানুষজন মিলে সেখানে ঠাকুর দেখতে যাব। কিন্তু কোনও কারণ বশত সেটা দেখতে যেতে পারিনি আমরা। তাই সেই কথাকে মাথায় রেখেই নিজেরাই উদ্যোগ নিলাম। চাইলে আমরাও করতে পারি। ব্যাস! যেমন ভাবা তেমন কাজ। নিজেদের এলাকাতেই এই বছর ৭২ ফুট দুর্গা তৈরি করা হচ্ছে। এখন থেকেই ভিড় জমাচ্ছে অনেক মানুষজন’।
বড় দুর্গা, লেজার শো-সহ এই বছরের সবচেয়ে বড় দুর্গা করে তারা নিজেদের নিদর্শন গড়তে চলেছেন।তারা আশাবাদী, তাদের পুজো মণ্ডপে জনঢল উপচে পড়বে। প্রায় চব্বিশ লক্ষ টাকার বাজেট।ইতিমধ্যেই ৭২ ফুট দুর্গার কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘাটালের মত জায়গাতেও বন্যা বিপর্যয়কে পিছনে ফেলে এই উদ্যোগ ঘিরে মানুষের উৎসাহ প্রচুর। তাই ভিড় সামলাতে পুজো কমিটির তরফ থেকে থাকছে বিশেষ নজরদারির ব্যাবস্থা। এবার হাতে গোনা মাত্র কটা দিন তারপরই ঢাক-কাঁশরের বাদ্যিতে মেতে উঠবে আপামর বঙ্গবাসী। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে হবে, সেই ডেডলাইন এখন পুজো কমিটির মাথায়।