বাঁশবেড়িয়া পুরসভা লাগোয়া চুঁচুড়া পুরসভার বিভিন্ন গঙ্গার ঘাটে বহু মানুষ স্নান করতে আসেন। অনেকে গঙ্গা জল নিতেও আসেন প্রতিদিন। এছাড়াও নানা সামাজিক অনুষ্ঠান, পুজোয় ভিড় জয় গঙ্গার ঘাটগুলোতে। অসাবধানতার কারণে কাউকে যাতে কুমির টেনে নিয়ে না যায় তার জন্য মাইক প্রচার চালানো হচ্ছে।
advertisement
চুঁচুড়া ময়ূরপঙ্খি ঘাটে চুঁচুড়া পুরসভার প্রচার চলছে৷ টোটো নিয়ে প্রচার করেন পুরসভার স্বাস্থ্য দফতরের পুরো পারিষদ জয়দেব অধিকারী। তিনি বলেন, কুমির দেখা গেছে গঙ্গায়। যারা গঙ্গায় নামেন তাদের যাতে হঠাৎ বিপদ না হয় সেই কারণে সচেতন করা হচ্ছে। বনদফতর এবং প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমরা সাধারণ মানুষকে প্রচারের মাধ্যমে সচেতন করছি। কেউ যাতে গঙ্গায় না নেমে পরেন।
যারা দূর থেকে আসেন তারা হয়তো জানেন না গঙ্গায় কুমির আছে। তাই প্রচার করে সাবধান করা হচ্ছে। বাঁশবেড়িয়া পঞ্চাননতলায় ঈশ্বরগুপ্ত সেতুর নীচে গতকাল কুমির ঘুরতে দেখা যায়। আজ বন দফতর ও বিপর্যয় মোকাবিলা দফতর সেখানে গিয়ে কুমিরের খোঁজ চালাবে বলে জানা গেছে।
রাহী হালদার