রাজ্যের সর্বত্র রিংগার ল্যাকটেড স্যালাইন, রিংগার ল্যাকটেড ইনজেকশন, ডি এন এস স্যালাইন সহ বেশ কয়েকটি ফ্লুইড অবিলম্বে রোগী নিরাপত্তার স্বার্থে বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব।
রাজ্য স্বাস্থ্য দফতর থেকে জরুরি ভিত্তিতে এই নির্দেশিকা বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতাল গুলিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: গঙ্গাসাগরে ৫০ লক্ষের বেশি পুণ্যার্থী আসবেন! নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা থাকছে
advertisement
এই প্রসঙ্গে শনিবার স্বাস্থ্য সচিব জানান, ” গোটা ঘটনাটা দেখার জন্যই একটা পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য কমিটি গিয়েছে। কমিটি রিপোর্ট দিলে তারপরেই জানা যাবে। এটা জয়েন্ট ইনভেস্টিগেশন হয়েছে, জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স এ রয়েছে।” স্যালাইন প্রসঙ্গে তিনি জানান, “আমাদের এখানে যে ব্যাচ ইউজ হয় তার রেগুলার টেস্টিং করা হয়। এই যে ব্যাচগুলোর কথা বলছে সেগুলো অন্য জায়গাতেও ব্যবহার হয়েছে সেখান থেকে এরকম অভিযোগ আসেনি। পুরো রিপোর্ট না দেখতে পারলে এখন কিছু বলা সম্ভব নয়। এখন ব্যাচ নম্বর, সব কিছু দেখতে বিশেষজ্ঞরা গিয়েছেন তারা না দেখলে বলা যাবে না। একটা দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গাইডলাইন নরমাল আছে। কিভাবে ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে সব বলা হয়েছে হাসপাতালকে।”
আরও পড়ুন: মধ্যবিত্ত পরিবার থেকে স্বপ্নের উড়ান, প্রথম মহিলা সাঁতারু হয়ে নর্থ চ্যানেল জয়
প্রসঙ্গত, বৃহস্পতিবার স্যালাইন দেওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি চারজন প্রসূতি৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন আরও দু জন৷ জেনারেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন আর এক প্রসূতি৷ তদন্তে উঠে আসে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামে একটি সংস্থার তৈরি রিংগার ল্যাকটেড স্যালাইন দেওয়ার পরই ওই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়৷
উত্তর দিনাজপুরের চোপড়ায় তৈরি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এই স্যালাইনের গুণমান নিয়ে অবশ্য আগেই প্রশ্ন উঠেছিল৷ নভেম্বর মাসে এই রিংগার ল্যাকটেড স্যালাইন খারাপ বলে কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন৷ পরীক্ষার রিপোর্টে স্পষ্ট বলা হয়, এই স্যালাইনের গুণমান ঠিক নয়৷ এই স্যালাইনের মান নির্দিষ্ট গুণমানের ধারেকাছেও নেই বলে উল্লেখ করা হয় রিপোর্টে৷ যে কারণে কালো তালিকাভুক্ত করা হয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামে ওই সংস্থাকে৷