Gangasagar Mela 2025: গঙ্গাসাগরে ৫০ লক্ষের বেশি পুণ্যার্থী আসবেন! নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা থাকছে? জানুন

Last Updated:

Gangasagar Mela 2025: এবছরের মতো শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। শুক্রবার থেকে মেলা শুরু হয়ে গিয়েছে সরকারিভাবে। এ বছর মেলায় প্রায় ৫০ লক্ষ পুণ্যার্থী আসতে পারে বলে মনে করা হচ্ছে। জানুন 

+
বর্ণময়

বর্ণময় মেলা

দক্ষিণ ২৪ পরগনা: এবছরের মত শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। শুক্রবার থেকে মেলা শুরু হয়ে গিয়েছে সরকারিভাবে। এ বছর মেলায় প্রায় ৫০ লক্ষ পুণ্যার্থী আসতে পারে বলে মনে করা হচ্ছে। সাগর দ্বীপের বাসিন্দারাও প্রস্তুত পূণ্যার্থীদের বরণ করে নেওয়ার জন্য। মেলা প্রাঙ্গণে ইতিমধ্যে পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। ভিড় ইতিমধ্যে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। মেলায় আগত অস্থায়ী দোকানগুলির খাবারের গুণগত মান যাচাইয়ের ব্যবস্থা থাকছে এবছর।
মেলা উপলক্ষে ২২৫০টি সরকারি ও ৫০০ বেসরকারি বাস চালু থাকবে বলে প্রশাসন সূত্রের খবর। জলপথে ৬টি বার্জ, ৩২টি ভেসেল ও ১০০টি লঞ্চ চলবে। ১২ হাজার পুলিশ কর্মী মোতায়েন হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে ১০টি অস্থায়ী দমকল কেন্দ্র চালু হয়েছে। মোতায়েন থাকছে তাদের ২৫টি ইঞ্জিন।
advertisement
advertisement
কলকাতার বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত বসানো হয়েছে ১১৫০টি সিসি ক্যামেরা। ড্রোনের সাহায্যে আকাশপথে ও স্পিড বোটেও নজরদারি চলবে। এই মেলা নিয়ে জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, সরকারিভাবে শুক্রবার থেকে মেলা শুরু হয়ে গিয়েছে। মেলায় এসে পূণ্যার্থীরা সমস্তরকম পরিষেবা পাবেন। পূণ্যার্থীদের জন্য থাকছে ৫ লক্ষ টাকার বীমা।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2025: গঙ্গাসাগরে ৫০ লক্ষের বেশি পুণ্যার্থী আসবেন! নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা থাকছে? জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement