TRENDING:

Big News: যেন দৈত্যের দাপাদাপি! মাত্র ১০ সেকেন্ড, লন্ডভন্ড হাবড়া! যা ঘটল, জানলে তাজ্জব হয়ে যাবেন

Last Updated:

১০ সেকেন্ড এর মিনি টর্নেডো! হাবরায় ঝড়ে লন্ডভন্ড গোটা এলাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: হাবড়ায় ১০ সেকেন্ডের মিনি সাইক্লোন, নিমেষে লন্ডভন্ড গোটা এলাকা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের তান্ডবে ভেঙে পড়ল গাছপালা উড়ে গেল ঘরের চাল, তছনছ গোটা এলাকা। স্থানীয় সূত্র জানা গিয়েছে, মাত্র ১০ সেকেন্ডে ঝড় লণ্ডভণ্ড করে এলাকা। ভেঙ্গে গিয়েছে একাধিক গাছ। যদিও এখন পর্যন্ত কোন হতাহতের খবর মেলেনি।
ঝড়ের তান্ডব
ঝড়ের তান্ডব
advertisement

ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার দফায় দফায় চলতে থাকে বিক্ষিপ্ত বৃষ্টি সাথে ঝড়ো হাওয়া। তার মাঝে হঠাতই ১০ সেকেন্ড এর ঝড়ের দমকা হাওয়া স্থানীয় মানুষজন যাকে বলছে মিনি টর্নেডো। চোখের পলকে খোলা প্রান্তরে তৈরি হওয়া ঘুরনাকার হাওয়ার গোলক মুহূর্তে ছুটে আসে জনবসতিপূর্ণ এলাকায়।

advertisement

আরও পড়ুন: সর্বনাশ! আশোকনগরে ডাস্টবিনে ওগুলো কী! মাথায় হাত কত মানুষের

View More

কাশিপুর পঞ্চায়েতের সামনের অংশে ওই মিনি টর্নেডো তান্ডব দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তে ভেঙে পড়ে বড় আম গাছ। উড়িয়ে নিয়ে যায় দোতলা বাড়ির চাল, দোকানের টিন। মূলত কাশিপুর এলাকার মানুষজনই এই ঝড়ের তান্ডব বেশি অনুভব করেছেন। কারণ, এলাকাবাসীদের দাবি, কয়েক সেকেন্ডের মিনি টর্নেডো বা সাইক্লোন এই এলাকা থেকে শুরু হয়ে অন্যদিকে চলে যায়। বেশ কিছু বাড়িতে ক্ষয়ক্ষতি হয়।

advertisement

আরও পড়ুন: জেলেই সুসংবাদ পেলেন অনুব্রত মণ্ডল! মণীশের জামিন, এবার কি পালা কেষ্টরও?

অতীতেও হাবড়ার উপর দিয়ে চলে গিয়েছে টর্নেডো। এদিন আবারো ফের কয়েক সেকেন্ডের ঝড় সেই আতঙ্কের স্মৃতি যেন মনে করিয়ে দিয়ে গেল এই এলাকার মানুষদের। এখনও চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে যে ক্ষয়ক্ষতি হল তা এখন কিভাবে মোকাবিলা করা যায় সেই চেষ্টাই চালাচ্ছেন এলাকার মানুষজন। প্রশাসনিক সাহায্যেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা।

advertisement

—— Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Big News: যেন দৈত্যের দাপাদাপি! মাত্র ১০ সেকেন্ড, লন্ডভন্ড হাবড়া! যা ঘটল, জানলে তাজ্জব হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল