advertisement
দিঘায় ভয়ঙ্কর ঘটনা! অন্য ঋতু তো নয়, শীতেও এই…? আতঙ্কে বুক কাঁপছে সবার!
দিঘা মোহনার গ্রোয়িং বাঁধের কাছে ট্রলার ডুবি! অল্পের জন্য রক্ষা পেলেন মৎস্যজীবীরা। দিঘা মোহনার কাছে, মোহনার গ্রোয়িং বাঁধ এলাকা থেকে মৎস্য শিকারে যাওয়ার পথে পাড়ের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি। কোনওরকমে প্রাণে বেঁচেছেন মৎস্যজীবীরা। চড়ায় ধাক্কা লেগে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুতই জল ঢুকে যায় ট্রলারে। ট্রলারে মোট ১৮ জন মৎস্যজীবী ছিলেন। প্রথমেই ৯ জন ঝাঁপিয়ে সমুদ্রে পড়ে। সাঁতার কেটে পাড়ে ওঠে আসেন। উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন বোটের কর্মীরা। ট্রলারে থাকা বাকি ৯ মৎস্যজীবীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন-নীল শার্ট বদলে হল কালো…! সইফকে আসলে ‘ছুরি’ মেরেছিল কে? দ্বিতীয় CCTV ফুটেজে ভয়ঙ্কর চমক!
দিঘার এক মৎস্যজীবী সঞ্জয় জানা জানান, ‘দিঘা মোহনায় ড্রেজিংয়ের সমস্যা বহুদিনের। প্রতিবছর জুন জুলাই মাসে মাছ ধরার মরশুমে ট্রলারডুবির ঘটনা ঘটে মূলত চড়ায় ধাক্কা লেগে। এবার শীতকালেও সেই সমস্যার কারণে একটি ট্রলার ডুবে গেল। ট্রলার ডুবির ঘটনা ঘটলে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়। ফলে দ্রুতই মহানায় ড্রেজিং এর প্রয়োজন। না হলে এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যাবে না। এই যাত্রায় ট্রলার ডুবির ঘটনায় মৎস্যজীবীরা রেহাই পেলেও ট্রলারটি উদ্ধার করা প্রায় অসম্ভব।’
ট্রলারে জল ঢুকে যাওয়ায় এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। কি কারণেই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রলারের নাম সানভি বলে জানা গেছে।শেষ বছর জুলাই মাসে দিঘা মোহনা থেকে আড়াই কিলোমিটার দূরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলার ও ভুটভুটির ১৮ জন অন্য ট্রলারে চেপে, সাঁতরে প্রাণ বাঁচান। প্রতি বছরই বেশ কয়েকটি ট্রলার এবং ভুটভুটি দুর্ঘটনা কবলে পড়ে। কোটি-কোটি টাকার সম্পদ নষ্ট হয়। অভিযোগ, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বার বার ড্রেজিংয়ের কথা বলা হলেও কাজের কাজ হয়নি।
সৈকত শী