সব নকল...? পার্লারে সেজে 'সাধ্বী'! মহাকুম্ভের ভাইরাল সুন্দরী হর্ষার 'গোপন' ভিডিও ফাঁসে হৃদয়ভঙ্গ?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Harsha Richhariya Of Mahakumbh: 'নকল জটা তো পার্লারের দিদির কাজ!' মহাকুম্ভের ভাইরাল হর্ষার আসল রূপ দেখে হাসাহাসি! দেখুন ফাঁস হওয়া ভিডিওতে কী ছিল!
advertisement
advertisement
হঠাৎ করেই সাধ্বী হর্ষাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। মহাকুম্ভে আসা সবচেয়ে সুন্দরী সাধ্বীর তকমা পাওয়ার পর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়। জানা গিয়েছে, তরুণীর নাম হর্ষা রিছাড়িয়া। তিনি আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দগিরিজি মহারাজের শিষ্যা। দু’বছর আগে সাধ্বী হয়েছেন।
advertisement
advertisement
মহাকুম্ভে হর্ষাকে দেখা যাওয়ার পর, তাঁর জটা নিয়ে অনেক আলোচনা হয়। এমন এক সুন্দরী সাধ্বীর জটা দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়। কিন্তু হর্ষার পুরনো পোস্ট দেখে জানা যায়, এই জটা আসল নয়। হর্ষা নিজেও তা অস্বীকার করেননি। মহাকুম্ভে আসার আগে তিনি একটি পার্লারে গিয়ে এই নকল জটা লাগিয়েছিলেন। এখন পার্লারে জটা লাগানোর সময় তোলা হর্ষার ভিডিও ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
advertisement