বুধবার বেলা এগারোটা নাগাদ আবারও শান্তিনিকেতন থানার পুলিশ তাঁর বাড়িতে যায়। বিদ্যুৎ চক্রবর্তী এই নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং নির্দেশ মতোই তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ করা যাবে এবং সেই জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করতে হবে। তারও ব্যবস্থা করেছে পুলিশ। প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বেরোয় প্রায় দীর্ঘ ৩ ঘন্টা পর।
আরও পড়ুন: মঙ্গলে হাসপাতালে জ্যোতিপ্রিয়, বুধেই কারা এলেন SSKM-এ? ‘সব’ বুঝিয়ে দিল ইডি
advertisement
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকাকালীন কম বিতর্কে জড়াননি বিদ্যুৎ। শেষ ফলক বিতর্ক তুঙ্গে ওঠে তাঁর মেয়াদকালের শেষ পর্যায়ে। উপাচার্য হিসাবে বিদ্যুতের মেয়াদ শেষ হওয়ার পর মোট পাঁচটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দিয়েছিল শান্তিনিকেতন থানা।
আরও পড়ুন: জেলে কী এমন ঘটেছিল? কেন তড়িঘড়ি SSKM-এ জ্যোতিপ্রিয়? জেল থেকে মিলছে বড় খবর
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পুলিশের নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন বিদ্যুৎ। আদালত পুলিশকে বলে, ২০ এবং ২২ নভেম্বর নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎকে জেরা করা যাবে। আদালতের নির্দেশ মেনে পুলিশ গত ২০ নভেম্বর প্রথম বার উপাচার্যের সরকারি বাসভবন পূর্বিতায় গিয়ে তাঁকে জেরা করে। বুধবার আবারও একই ঠিকানায় পৌঁছে জেরা করল পুলিশ।