ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনের অন্যতম মুখ অলীক চক্রবর্তী ৷ বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বরের মায়েত্রি বিহার কলোনী থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে ৷ বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল ভূবনেশ্বরে গা ঢাকা দিয়েছে অলীক ৷ অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশা ও বেঙ্গল পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েছেন অলীক ৷
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তাঁরা খবর পেয়েছিলেন যে অলীক চক্রবর্তী ভাঙড়ের মাছিভাঙা থেকে বেরিয়ে ভূবনেশ্বরে যাচ্ছেন । সেই খবর মতই গোপনে তদন্ত চালাচ্ছিল পুলিশ ৷ অবশেষে, ভুবনেশ্বরে তাঁর মোবাইল টাওয়ার লোকেশন ধরে সেখানে পৌঁছয় বারুইপুর পুলিশের বিশেষ দল। এরপরই বৃহস্পতিবার বিকেলে অলীকের হদিশ মেলে। তার বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা রয়েছে। আজ অলীককে ভুবনেশ্বর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2018 10:17 AM IST