এলাকাবাসীর দাবি, মৃত দম্পতির ছেলে প্রথম ঘরে ঢুকে দৃশ্য দেখে। জানা গিয়েছে, মৃত দম্পতির চার সন্তান তিন ছেলে এবং এক মেয়ে। মোশারফ পিয়াদার গায়ে আঘাতের ক্ষত। মাথায় কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে এমনটাই দাবি।
আরও পড়ুন: ফ্যানের স্পিড কমিয়ে দিলে কী কমে যাবে বিদ্যুতের বিল? আদৌ বাঁচে টাকা? আসল সত্যি জানলে চমকে যাবেন
advertisement
সকাল নটার সময় প্রথম খবর জানাজানি হয়। সূত্রের খবর, মোশারফ পিয়াদার দেহ খাটের উপর পড়েছিল। অপরদিকে তার স্ত্রী শাহানারাকে শাড়ির ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় খাটের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।
মৃত দম্পতির মেয়ে মোসলেমা মোল্লার দাবী, গতকাল রাত্রেও তার বাবার সঙ্গে তার কথা হয়েছে। এর আগেও নাকি একদল লোক তার বাবা এবং মাকে মারধরের জন্য তাদের বাড়িতে ঢুকে পড়েছিল। তারা কারা সেটা বলতে পারছে না মোসলেমা।
আরও পড়ুন: কেটে রাখলেই কালো হয়ে যায় আপেল! ছোট্ট টিপস মানলেই কেল্লাফতে, ধবধবে সাদা থাকবে ঘণ্টার পর ঘণ্টা
তবে তার সন্দেহ যে এবারও সেরকমই কিছু হয়েছে। স্থানীয় লোকজন কার্যত ভিড় করে রয়েছেন এলাকা জুড়ে। মোশারফ পিয়াদার বাবা শখের আলী জানিয়েছেন যে, স্বামী স্ত্রীর মধ্যে এর আগেও ছোটখাটো মনোমালিন্য হয়েছে কিন্তু কখনও এরকম ঘটনা ঘটে না।
প্রত্যেকের মনেই একটাই প্রশ্ন কি করে এই ঘটনা ঘটল। পুলিশ ঘটনার স্থল ঘিরে রেখেছে। ঘটনাস্থলের বাইরে বসার জন্য ব্যবহৃত সিমেন্টের পোলের উপরে লাল ছোঁপ পাওয়া গিয়েছে। যেটা রক্তের দাগ বলেও মনে করা হচ্ছে। ঘটনাস্থলে এসছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।