এবারের ভাঙড় বইমেলা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ১০টে পর্যন্ত মেলা খোলা থাকবে। এবারের মেলায় বিভিন্ন নামী প্রকাশনা সংস্থার স্টল থাকছে, যেখানে সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতা থেকে শুরু করে শিশুদের উপযোগী নানা বই মিলবে। সেই সঙ্গেই ফুড স্টল, চিলড্রেন কর্ণার, সাহিত্য পাঠের আসরও থাকছে। এছাড়া মেলায় বিজ্ঞান প্রদর্শনী করছে স্কুলের ছেলেমেয়েরা।
advertisement
আরও পড়ুনঃ গাড়ির চার চাকা উপরে, ভিতরে আটকে যাত্রীরা! পিংলায় ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দু’জন
এবারের বইমেলায় কলকাতা পুলিশের একটি স্টল দেওয়া হয়েছে। আগত দর্শনার্থীদের সেখান থেকে ট্রাফিক সচেতনতার পাঠ দেওয়া হচ্ছে। পাশাপাশি বইমেলা উপলক্ষ্যে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্যোক্তাদের মতে, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে বইমুখী করাই এই মেলার মূল উদ্দেশ্য। বইমেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভাঙড় হাই স্কুল মাঠে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আশা করা হচ্ছে, ভাঙড় ও আশেপাশের এলাকার বহু বইপ্রেমী মানুষ এই মেলায় ভিড় জমাবেন।
