আরও পড়ুনঃ জামাই ফোঁটা নিতে আসার পথে ভয়াবহ দুর্ঘটনা! মৃত ১, আহত ২
কালাকাঁদ, ক্ষীরমোহন, রসমালাই, রসকদম, কাঁচা গোলা, বেকড রসগোল্লা, রয়েছে সবই। দাম মাত্র ১০ টাকা থেকে শুরু। এছাড়া থাকছে আপেল মিষ্টি। মিষ্টির দোকানের ম্যানেজার জানিয়েছেন, “চিরাচরিত মিষ্টির থেকে নতুনত্ব মিষ্টির চাহিদা এই বছর ভাইফোঁটাতে বেশি। রসগোল্লা, সন্দেশ এবং দই এর চাহিদা থাকবেই পাশাপাশি অন্যান্য ফ্লেভারের নতুন স্বাদের মিষ্টি মানুষ বেশি পছন্দ করছে। সকলের কথা ভেবে দাম রাখা হয়েছে মাত্র ১০ টাকা করে।”
advertisement
ভাইফোঁটার আগের দিন দোকানের ভিড় বেশ চোখে পড়ার মত। সাজানো রয়েছে একের পর এক লোভনীয় দেখতে মিষ্টি। আগামীকালের ভিড়ের কথা ভেবে আগে থেকেই মিষ্টি কিনে ঘরে মজুত করে রেখে দিচ্ছেন সাধারণ মানুষ। আবার কেউ কেউ একলা এসে চেখে দেখছেন নতুন মিষ্টি গুলি। বাঁকুড়ার ইন্দপুর ব্লকের নামো বাংলা বাসস্ট্যান্ডের নিকটে রয়েছে আশীর্বাদ সুইটস্। পুরুলিয়ার মানবাজার, বরাবাজার, জঙ্গলমহল এবং বাঁকুড়া থেকে মানুষ আসছেন ভাইফোঁটা মিষ্টি কিনতে।
মাছ, ভাত, মিষ্টি এবং দই যেন বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভাইফোঁটার এই দিনটা বিশেষভাবে পালন করতেই হবে। সেই কারণেই ছুটির দিনটি একেবারে কাজ সেরে রেখে আনন্দে পরিবারের সঙ্গে কাটাতে আগের দিনই মিষ্টির বাজার করে রেখে দিচ্ছেন বাঁকুড়ার মানুষ।