কিন্তু এমন পাঞ্জাবি পাবেন কোথায় ? ভাইফোঁটার এই স্পেশাল পাঞ্জাবি তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে। এই আশ্রমই আশ্রয় এমন সব শিশুদের, যাদের দেখাশোনা করার মতো কেউ নেই। এই অনাথ আশ্রমই তাদের একমাত্র পরিবার।
advertisement
এখানেই তারা পড়াশোনার পাশাপাশি শিখছে নানা ধরনের হাতের কাজ, সেলাই, চিত্রাঙ্কন, ডিজাইনিং থেকে শুরু করে নানান কারুকার্য। তাদের হাতের কারুকার্যে তৈরি হচ্ছে অসাধারণ সব পাঞ্জাবি। এই ভাইফোঁটায় বেশ চাহিদা দেখা যাচ্ছে সেগুলির। এখানে আপনি ৩০০ টাকা থেকেই আপনার পছন্দ মত পাঞ্জাবি পেয়ে যাবেন।
এই পাঞ্জাবিগুলি কেনার বিস্তারিত তথ্য পাওয়া যাবে আশ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে। কিনতে হলে CLICK করুন এখানে।
আর বেশি সময় নেই সামনেই ভাই ফোঁটা রয়েছে। এখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে রঙ, সুতো আর কাপড়ের খেলা। কেউ কাপড় কাটছে, কেউ রং তুলিতে সাজিয়ে পাঞ্জাবির ওপর ডিজাইন করছে , কেউ আবার সেলাই মেশিনে তৈরি করছে নতুন ডিজাইন। এতটাই অর্ডার আসছে এখন যে আবাসিকদের কারও বিশ্রামের ফুরসত নেই। রাজ্যজুড়ে নানা জায়গা থেকে আসছে অর্ডার। কেউ অনলাইনে অর্ডার করছেন, কেউ আশ্রমে এসে কিনছেন।
আরও পড়ুন : চোখের সামনে সব শেষ, বীমার সুযোগও নেই! লাভের আশায় চাষ করে এখন মাথা ঠুকছেন! কৃষকদের ভয়ানক দুর্দশা
আশ্রমের সম্পাদক বলরাম করণ বলেন, ভাইফোঁটার আগে এতটা সাড়া পাব আমরা ভাবিনি। বাইরে থেকে প্রচুর অর্ডার আসছে। আমাদের আবাসিকরা এখন পুরোপুরি কাজে ব্যস্ত। এই পাঞ্জাবিগুলি বিক্রি থেকে যে লাভ হয়, তার অর্ধেক অংশ আশ্রমিকদের হাতে দেওয়া হয়, আর বাকি অংশ খরচ হয় রঙ, কাপড় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনার কাজে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদি এবারের ভাইফোঁটায় ভাইয়ের জন্য এমনই ভালবাসার ছোঁয়ায় তৈরি একটি উপহার দিতে চান, তাহলে এই আশ্রমের পাঞ্জাবিই হতে পারে সেরা পছন্দ। আপনি চাইলে সরাসরি আশ্রমে গিয়ে কিংবা অনলাইনে অর্ডার করে নিতে পারেন এই অনন্য পোশাক।