পাশাপাশি আগামী দিনে যাতে শিক্ষার আলোয় আলোকিত হতে পারে তার জন্য খাতা, পেন, বই, চকলেট তুলে দিল আশ্রম কর্তৃপক্ষ। দুপুরে মেনু সাজিয়ে পোলাও, ডাল, আলু-ফুলকফির তরকারি, পনির-বাটার মশলা, রসগোল্লা খাওয়ানো হয়। এতকিছু পেয়ে রীতিমত খুশি অনাথ আশ্রমের শিশুরা।
আরও পড়ুন: রেশনে চালের বস্তা থেকে বেরিয়ে এল আলু, পিঁয়াজ! তুলকালাম সাগরে
advertisement
আশ্রমের সম্পাদক সুকান্ত মণ্ডল জানান, বিগত ১০ বছর ধরে তিনি আশ্রমে এই ভাইফোঁটার অনুষ্ঠান করে আসছেন। দশ বছর আগে একদিন তিনি নিজের বোন-দিদির কাছে ফোঁটা নিয়ে একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। তখন লক্ষ্য করেছিলেন চারিদিকে উৎসবের মেজাজ থাকলেও আশ্রমের মধ্যে কোনও ভাইফোঁটার অনুষ্ঠান নেই। তখনই স্থির করেন বিভিন্ন অনাথ আশ্রমের শিশুদের নিয়ে একটি গণ-ভাইফোঁটার অনুষ্ঠান করবেন।
১০ তম বর্ষে করলো এই অনুষ্ঠান। মোট ১২৮ জন অনাথ আশ্রমের শিশু এবং প্রায় ১০০ জন অন্যান্যদের ভাইফোঁটা দেওয়া হয়। মোট ছয়টি আশ্রম থেকে শিশুদের নিয়ে আসা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের সদস্য থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা।
সৌভিক রায়