TRENDING:

মাঝরাতে কারখানা থেকে বিকট আওয়াজ, ধোঁয়ায় ভরে গেল গোটা এলাকা, কী হয়েছিল? অবাক পুলিশও

Last Updated:

ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভদ্রেশ্বর: মাঝরাতে বিকট আওয়াজে কেঁপে উঠল ভদ্রেশ্বর থানা এলাকার এংগাস এলাকা। জি টি রোডের পাশে এক ফার্নিচার-এর দোকানের ভিতরে থেকে বিকট আওয়াজ শোনা যায়, গলগল করে বের হতে থাকে ধোঁয়া। নিমেষের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়।
advertisement

বিকট আওয়াজ আর ধোঁয়ায় ভয় পেয়ে বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আন। খবর পেয়ে চাপদানি থেকে দমকলের একটি গাড়ি আসে ঘটনাস্থলে। আসে ভদ্রেশ্বর থানার পুলিশ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় গৌরহাটি, চাপদানি, তেলিনিপাড়া টি ও পি-র পুলিশ কর্মীরা। বন্ধ দোকানের মালিক আকবর আলিকে খবর দেয় পুলিশ। দোকান খোলার পর দেখা যায়, দেওয়াল ফেটে গেছে। কাঁচ ভেঙে পড়ে আছে। পুলিশ দোকানে ঢুকে অবাক! চারিদিক তল্লাশি করেও কিছু উদ্ধার করতে পারেননি। দোকান বন্ধ করে তালা লাগিয়ে দেয় । দোকান মালিককে আটক করে নিয়ে যাওয়া হয়। ঠিক কিসের আওয়াজ? কেনই বা এত ধোঁয়া? কোনও কিণারা করতে পায় না দমকল এবং পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Saikat Biswas

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাঝরাতে কারখানা থেকে বিকট আওয়াজ, ধোঁয়ায় ভরে গেল গোটা এলাকা, কী হয়েছিল? অবাক পুলিশও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল