যেমন পুরুলিয়া শহরের কাছেই রয়েছে ফুটিয়ারি ড্যাম। ফুটিয়ারি নদীর ছন্দ কাটিয়ে তৈরি হয়েছে এই ফুটিয়ারি ড্যাম। কমবেশি সারা বছরই এখানে পর্যটকেরা বেড়াতে আসেন। বর্ষার সময়তে এই ড্যামের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়।
advertisement
তাই এই সময় পর্যটকদের আনাগোনা খানিকটা বাড়ে। এছাড়াও পিকনিকের মরসুমে এই ড্যামে পা রাখার জায়গা থাকে না। পর্যটনের সময়তে কাতারে , কাতারে মানুষের ভিড় জমে এই জায়গায়। তবে ড্যামের সৌন্দর্যয়নে বেশ কিছু পরিকল্পনার কথা বলেন এলাকার মানুষ।
এলাকাবাসীরা জানালেন, বাড়ির কাছেই এই পর্যটন কেন্দ্রে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। তারাও মাঝেমধ্যে এই ড্যামে বেড়াতে আসেন। এই ড্যামের চারিদিকে যদি আলোর ব্যবস্থা করা যেত তাহলে সকলেরই খুব ভাল হত।
এছাড়াও যদি ড্যাম সংলগ্ন এলাকায় একটি পার্কের ব্যবস্থা করা হয় তাহলে ছোট থেকে বড় সকলেরই বিনোদনের একটা জায়গা তৈরি হবে। এছাড়াও যদি ফুল গাছ লাগানো হয় তাতেও ড্যামের সৌন্দর্য আর অনেকখানি বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: ‘আমাকে প্রিজন ভ্যানে তুলে আধঘণ্টা…’, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
অসম্ভব শান্ত স্নিগ্ধ পরিবেশ এই ড্যামের চারিদিক। নিরিবিলিতে সময় কাটানোর জন্য অনেকেরই পছন্দের ডেসটিনেশনে এই জায়গা। পুরুলিয়া শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে এই অবস্থিত এই ড্যাম। তাই পিকনিক বা যেকোনও ছুটির দিনে এই ড্যামে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তবে এলাকাবাসীদের আবেদন মানা হলে এর সৌন্দর্য আরও অনেকখানি বেড়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি





