স্ত্রীর অভিযোগ, তাঁর দেওর ও ননদ স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে জোরপূর্বক নিয়ে গিয়ে জমি রেজিস্ট্রি করিয়ে নেয়। আর তার পরেই শ্বাসরোধ করে খুন করে। খুনের তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হন মৃতের স্ত্রী।
বহরমপুর জেলা জজ আদালতের নির্দেশে মঙ্গলবার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তোলা হয়। স্ত্রী টুনটুনা খাতুন বিবি বলেন, আমার স্বামীকে ওর ভাই আর বোন ঘুমের ওষুধ খাইয়ে জমি রেজিস্ট্রি করিয়ে নেয়। তার পরেই শ্বাসরোধ করে খুন করে দেয়।
advertisement
আরও পড়ুন- নয়ানজুলিতে উল্টে গেল আস্ত ট্রাক্টর! ঘটনাস্থলে মৃত ২ কিশোর, জখম ৪
মৃতদেহে গলায় ফাঁসের চিহ্ন স্পষ্ট ছিল। আমি চাই ময়নাতদন্তের সঠিক রিপোর্ট দেওয়া হোক। অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক। অভিযুক্তের স্ত্রী আমদেয়া বিবি বলেন, খুনের অভিযোগ সম্পূর্ন মিথ্যা। অসুস্থতার কারণেই আমার ভাসুর রফিকুল হাসানের মৃত্যু হয়েছে।
আমার ভাসুরের সঙ্গে ওর স্ত্রীর কোনো সম্পর্ক ছিলনা। এখন জমি জায়গার দাবি করতে মিথ্যা অভিযোগ করছে। প্রতিবেশী মোশারফ সেখ বলেন, রফিকুল হাসানের মৃত্যুর পরেই আমরা জানতে পারি ওর নামে সব জমি ওর ভাই রেজিস্ট্রি করিয়ে নিয়েছে। এই নিয়ে গ্রামে সালিশি সভাও বসে। কিন্তু কোনো মীমাংসা হয়নি। আমরা চাই পুলিশ সঠিক তদন্ত করুক।
আরও পড়ুন- শুক্রবার থেকে আবহাওয়ার ‘নতুন’ ভোলবদল! শনি-রবিতে ‘বড়’ সতর্কতা? জানিয়ে দিল আলিপুর
বহরমপুর জেলা জজ আদালতের নির্দেশে মৃত্যুর ১০০দিন পর কবর থেকে তোলা হল এক ব্যক্তির মৃতদেহ। তিন মাস আগে ডোমকল থানার শীতলনগর এলাকায় মৃত্যু হয় রফিকুল হাসানের।