TRENDING:

বহরমপুরের স্কুলেই 'শ্লীলতাহানি' পঞ্চম শ্রেণির ছাত্রীদের, অভিযুক্ত করণিক

Last Updated:

Molestation in school: পঞ্চম শ্রেণীর ছাত্রীদের স্কুল থেকে ব্যাগ দেওয়ার কাজ করছিলেন অভিযুক্ত ওই কেরানি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর : স্কুল থেকে ব্যাগ দেওয়ার সময় পঞ্চম শ্রেণীর কয়েকজন ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলের এক করণিকের বিরুদ্ধে । অভিযুক্ত ওই করণিকের নাম সৈকত ভট্টাচার্য । বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিল্প মন্দির স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । জেলা পুলিশ সুপার কে সাবেরী রাজকুমার বলেন অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে । আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।
পঞ্চম শ্রেণীর ছাত্রীদের স্কুল থেকে ব্যাগ দেওয়ার কাজ করছিলেন অভিযুক্ত ওই কেরানি
পঞ্চম শ্রেণীর ছাত্রীদের স্কুল থেকে ব্যাগ দেওয়ার কাজ করছিলেন অভিযুক্ত ওই কেরানি
advertisement

বহরমপুরের গোরাবাজারের রুটিমহলের শিল্পমন্দির স্কুলে কেবলমাত্র ছাত্রীরাই পড়াশোনা করে।  পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয় । শুক্রবার প্রধানশিক্ষিকা ছুটিতে ছিলেন। পঞ্চম শ্রেণীর ছাত্রীদের স্কুল থেকে ব্যাগ দেওয়ার কাজ করছিলেন অভিযুক্ত ওই কেরানি । তিনি বছর দেড়েক আগে রানিনগরের একটি স্কুল থেকে বদলি হয়ে এই স্কুলে যোগদান করেন । টিফিনের পর থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রীদের ক্লার্কের ঘর থেকে ব্যাগ দেওয়া হচ্ছিল । অভিযোগ, সেইসময় বেশ কয়েকজন ছাত্রীকে শ্লীলতাহানি করেন ওই করণিক ।

advertisement

আরও পড়ুন : গৃহবধূ থেকে ভারোত্তোলনে বিশ্ব চ্যাম্পিয়ন, হাওড়ার সন্তোষী আজ দৃষ্টান্ত  

ছাত্রীরা কাঁদতে কাঁদতে এসে অন্য শিক্ষিকাদের বলে । খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। একটি ঘরের মধ্যে বন্ধ করে রাখে অভিযুক্ত ওই করণিককে । এর পর বহরমপুর থানার পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় । অভিভাবক দোলন দাস বলেন, " স্কুলের মধ্যে যদি এই ঘটনা ঘটে তবে কোথায় পাঠাব সন্তানদের? অভিযুক্ত ওই ব্যক্তির যাতে কঠোরতম শাস্তি হয় পুলিশ তার ব্যবস্থা করুক। আমরা সেটাই চাইছি ।’’

advertisement

আরও পড়ুন :  'মামলা লড়তে কোটি কোটি টাকা খরচ করবে অথচ সরকারি কর্মচারীদের ডিএ দেবে না' মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অভিভাবক পার্থ হাজরা বলেন " সন্তানদের স্কুলে পাঠিয়ে স্বস্তিতে থাকা যাবে না, আতঙ্ক লাগছে।" স্কুলের প্রধান শিক্ষিকা মৃন্ময়ী ঘোষ বলেন, " স্কুলের কয়েকজন ছাত্রী আমাকে বিষয়টি জানিয়েছি । আমরা ওই ক্লার্কের বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানাচ্ছি । আমার ছুটি থাকায় স্কুলে ছিলাম না । ঘটনার কথা জানতে পেরে স্কুলে ছুটে আসি ।"

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বহরমপুরের স্কুলেই 'শ্লীলতাহানি' পঞ্চম শ্রেণির ছাত্রীদের, অভিযুক্ত করণিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল